১০০ টাকার মধ্যে মেয়েদের জন্য সেরা ১০টি গিফট আইডিয়া

১০০ টাকার মধ্যে মেয়েদের জন্য সেরা ১০টি গিফট আইডিয়া

Information

বর্তমান বাজারের দর-দামের মধ্যে ১০০ টাকার জিনিস যে পাওয়া যায় সেটাই আপনাকে হতবাক করতে বাধ্য। হয়তো অনেকেই চিন্তা করতে পারবেন না যে এখনো কি গিফট আইটেমগুলো ১০০ টাকার মধ্যে পাওয়া কি সম্ভব। হ্যাঁ, বন্ধুরা একটু খোঁজ নিলে আমাদের দেওয়া তালিকার চেয়ে আরও অনেক গিফট পণ্য পেয়ে যাবেন আপনারা।

তবে যাঁরা মেয়েদের জন্য বা নিজের বান্ধবীর গিফট দেওয়ার জন্য কি কি গিফট সামগ্রী দিবেন, কোন কোন গিফট আইটেম ১০০ টাকার মধ্যে পাওয়া যায় তা নিয়ে বেশ চিন্তিত। তাদের জন্য আজকের আমাদের এই আর্টিকেলটি।

আমরা আপনাদের জন্য সেরা ১০ গিফট আইটেম পণ্য যেসব কিনা ১০০ টাকার মধ্যে সহজে হাতের কাছে পাওয়া যায় আর যেগুলো পছন্দের পাশাপাশি প্রতিদিনের ব্যবহারযোগ্য এমন সব গিফট আইটেম এর তথ্য নিয়ে এই আর্টিকেলটি সাজিয়েছি।

আরেকটি কথা না বললেই নয়, গিফট বহুদামী কিংবা সুলভ মূল্যের হোক, গিফট তো গিফট-ই। তাই বলে ১০০ টাকার গিফট যে নগন্য কিছু তা কিন্তু নয়। আপনি নিশ্চিত করে এ ধারণা থেকে সরে আসতে পারেন। গিফট হতে পারে সুন্দর ও সুগন্ধি একটি গোলাপ আবার হতে পারে কোটি টাকা দামের গাড়িও। গিফট মানুষ পাবার প্রতিদানে নয় ভালোবাসা স্বরূপ একজন আরেক জনকে দিয়ে থাকে। আপনার সেটি পছন্দ বা অপছন্দ হোক না কেনো গিফট হাতে পেয়ে একটু হাসি আর কৃতজ্ঞতা স্বরূপ তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না।

১০০ টাকার মধ্যে মেয়েদের জন্য সেরা ১০টি গিফটগগুলো হলো-

০১ঃ হিজাব ব্রোচ/হিজাব পিন

ফিঙ্গার রিং সেট pic

১০০ টাকার মধ্যে ভালো মানের ও সুন্দর সব ফুল, পাতা কিংবা হরেক নকশার হিজাব ব্রোচ/হিজাব পিন কিনে নিতে পারেন। হিজাব বাঁধার সময় একটি সুন্দর হিজাব পিন হিজাবের সৌন্দর্যরূপ বাড়িয়ে দেয়। হিজাব ব্রোচ/হিজাব পিন বিভিন্ন ডিজাইন এবং ম্যাটেরিয়াল হয়ে থাকে। মার্কেটে একটু খোঁজ নিলেই আপনি প্লাস্টিক, ধাতু ও রত্ন পাথরের মতো অনুরূপ বিভিন্ন উপকরণ দ্বারা তৈরি করা ছোট-মাঝারী সাইজের হিজাব পিন পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন অনলাইন শপ থেকে হরেক নকশার হিজাব ব্রোচ/হিজাব পিন কিনে যে কাউকে গিফট হিসেবে দিতে পারেন।

০২ঃ ফিঙ্গার রিং সেট

ফিঙ্গার রিং সেট

হাতকে আরো লাবণ্যময়ী করে তুলতে মেয়েরা নানান উপকরণ তো ব্যবহার করে থাকেন। তার মধ্যে বাড়তি সৌন্দর্য দান করতে ফিঙ্গার রিং সেটের বিকল্প নেই বললেই চলে। আর আপনার বাজেট যদি ১০০ টাকার মধ্যে হয় তাহলে একটি ফিঙ্গার রিং সেট অনায়াসে কিনে নিতে পারেন। বর্তমানে ফ্যাশন সচেতন অনেক মেয়েরা তাদের নিজ হাতের প্রত্যেক আঙ্গুলে ব্যবহারযোগ্য ফিঙ্গার রিং সেট কিনে থাকেন। আপনার বাজেট স্বল্প হলেও ভালো মানের সুন্দর সব নজরকাড়া ইমিটেশন ফিঙ্গার রিং সেট পাবেন। আধুনিকায়নের এই যুগে মেয়েদের জুয়েলারি সেটের পছন্দের শীর্ষে রয়েছে ফিঙ্গার রিং সেট।

০৩ঃ স্টাইলিশ লাভ মোজা

স্টাইলিশ লাভ মোজা

অনেক মেয়েরাই তাদের পায়ের সৌন্দর্য রাঙানোর জন্য স্বচ্ছ ও বিভিন্ন রঙের স্টাইলিশ লাভ মোজা পরিধান করে থাকেন। আপনি ১০০ টাকার মধ্যে ভালো মানের এক জোড়া এই স্টাইলিশ লাভ মোজা সংগ্রহে নিতে পারবেন। কেবল শরীরের উষ্ণতা বাড়াতে যে মোজা ব্যবহার হয় তা কিন্তু নয় বর্তমানে মেয়েরা পাতলা সুঁতির স্বচ্ছ মোজা ব্যবহার করছে। এ সকল মোজার উপর বিভিন্ণ লাভ, ফুল, পাতা ইত্যাদির নকশা কারুকার্যখচিত থাকে। আপনি উপহার হিসেবে স্টাইলিশ লাভ মোজা কাউকে কিনে দিলেও মন্দ হবে না।

০৪ঃ ম্যাজিক হেয়ার তোয়ালে

ম্যাজিক হেয়ার তোয়ালে

গোসলের পরপর মেয়েরা দ্রুত চুল শুকানোর চিন্তা করে থাকেন। সবচেয়ে ভালো উপহার হিসেবে আপনি ম্যাজিক হেয়ার তোয়ালে নির্বাচন করতে পারেন। এই ম্যাজিক হেয়ার তোয়ালে অনলাইনে গার্লস আইটেক বিক্রির বিভিন্ন ই-কমার্স সাইটে খোঁজ করলে সুলভ মূল্যে কিনে নিতে পারবেন। এই ম্যাজিক মাইক্রোফাইবার দ্রুত চুল শুকিয়ে নিতে সাহায্য করে থাকে। এই ম্যাজিক হেয়ার তোয়ালেতে ব্যবহৃত মাইক্রোফাইবার চুলের পানি শোষণের দারুণ সক্ষমতা রয়েছে। এতে কোনো বৈদ্যুতিক হেয়ার ব্লোয়ার লাগে না বিধায় নিরাপদে ব্যবহার করা যায়।

০৫ঃ মিনি হট ওয়াটার ব্যাগ

মিনি হট ওয়াটার ব্যাগ

৫-৬ ইঞ্চি সাইজের বিভিন্ন কালারে মিনি হট ওয়াটার ব্যাগ বাজারে ১০০ টাকার মধ্যে পাওয়া যায়। সাধারণত এসব হট ওয়াটার-ব্যাগ মসৃণ ফ্যাব্রিক দিয়ে তৈরি। অনেক সময় এই হট ওয়াটার ব্যাগ কোমরে ব্যথা থেকে শীতের রাতে উষ্ণতা দিতে অনেক ক্ষেত্রে উপকারে আসে। মেয়েদের ঋতুস্রাব চলাকালীন ব্যথা উপশমে, ঘাড়-পিঠে যন্ত্রণা থেকে আরাম পেতে, মানসিক চাপ কাটাতে এই ‘হট ওয়াটার ব্যাগ’ যেনো সব কিছুরই সঙ্গী।

০৬ঃ চুলের জন্য রাবার ব্যান্ড

চুলের জন্য রাবার ব্যান্ড

চুলকে সাদাসিধে রেখে সাজানো, কোঁকড়ানো চুলকে বেঁধে রাখতে, পাতলা চুলকে ঠিক স্থানে রাখতে চুলের রাবার ব্যান্ড খুবই দরকারি একটি অনুসঙ্গ। বর্তমানে ফ্যাশনসচেতন নারীরা তাদের নিজের পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ধরনের অনুষঙ্গ পরতে পছন্দ করে থাকেন। আর তার তালিতায় মেয়েদের ক্ষেত্রে বেশি প্রাধান্য পায় চুলের নানান অনুষঙ্গ, এর মধ্যে চুলের রাবার ব্যান্ড অন্যতম। তাই কাউকে ১০০ টাকার কোনো কিছু উপহার দিতে গেলে ভালো মানের রাবার ব্যান্ড তালিকায় রাখতে পারেন।

০৭ঃ কানের দুল সেট

কানের দুল সেট

রমণীদের প্রথম আকর্ষণ কানের দুল। কেননা মুখমন্ডলের অবয়বের সাথে এক জোড়া সুন্দর কানের দুল বাড়তি নজড়কাড়া লুক দিতে সাহায্য করে। হালকা-পাতলা গড়নের কানের দুল কিনে নিতে পারেন ১০০ টাকার মধ্যেই। আবার বড় সাইজের ভারী কানের দুল না বাছাই করা শ্রেয়। এতে ভারী কানের দুল পরে কানে প্রচন্ড ব্যথার সৃষ্টি হয়। নারীরা পোশাকের সঙ্গে মানানসই নিখুঁত স্টাইলের কানের দুল খুবই পছন্দ করে থাকেন। তাই উপহার হিসেবে কানের দুল মন্দ হবে না। বাজারে কসমেটিক্স শপে কিংবা অনলাইন শপে নানান ধরণের কানের দুল পাওয়া যায়। এগুলো মধ্যে হুপ স্টাইলের কানের দুল, স্টোন ডিজাইন কানের দুল, হার্ট শেপ হুপ কানের দুল, বড় স্টোন স্টাইল কানের দুল উল্লেখযোগ্য।

০৮ঃ আইডি কার্ড / ক্রেডিট কার্ড কার্ড হোল্ডার

ক্রেডিট কার্ড কার্ড হোল্ডার

প্রয়োজনীয় ডকুমেন্টের কাগজ ছাড়াও আইডি কার্ড ও ক্রেডিট কার্ড গুছিয়ে নিজের হাতের কাছে রাখতে দরকার কার্ড হোল্ডার। তাই উপহার হিসেবে এই জিনিসটি তালিকায় রাখতে পারেন। সাধারণত চামড়ার তৈরি কার্ড হোল্ডার আকর্ষণীয় ও টেকসই হয়ে থাকে। বর্তমানে মেয়েরা ভ্যানিটি ব্যাগ, ওয়ালেট থাকার পরও কার্ড হোল্ডার ব্যবহার করে থাকেন। কেননা এতে অনেক কার্ড একসঙ্গে রাখা যায়, কার্ড ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নেই। কার্ড রাখার জন্য এই কার্ড হোল্ডারটি বেশ স্মার্ট। তাছাড়া কার্ড হোল্ডার ওয়ালেটের মতোই দেখতে। বিভিন্ন গিফট আইটেম বিক্রির দোকানে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের তৈরি কার্ড হোল্ডার পাওয়া যায়। জিপার ছাড়া, জিপারসহ দুই ধরনের কার্ড হোল্ডারই রয়েছে। সাধারণত কার্ড হোল্ডারে ছয় থেকে আটটি পকেট থাকে।

০৯ঃ রিফিলযোগ্য পোর্টেবল পারফিউম বোতল

রিফিলযোগ্য পোর্টেবল পারফিউম বোতল

বাহিরে ব্যবহারের জন্য সাধারণত মিনি পোর্টেবল পারফিউম বোতল বেশি কাজে দেয়। কেননা বাহিরে বের হলে বড় সাইজের কিংবা ভারী পারফিউমের বোতল এতে ব্যবহার করতে হয়। তাই রিফিলযোগ্য পোর্টেবল পারফিউম বোতল বহন করা সবচেয়ে সহজ। তাছাড়া পছন্দের যে কোনো পারফিউম সাথে রাখা যায় আবার সেটি যেকোনো জায়গায় ব্যবহার করা সুবিধাজনক করে তোলে। সাধারণ এই পারফিউমের বোতলটির বডি উচ্চ মানের প্লাস্টিকের তৈরি যা এটিকে ছিন্নরোধী এবং লিকপ্রুফ করে তোলে, যাতে আপনি সহজেই এটিকে আপনার ব্যাগ এবং পকেটে নিয়ে যেতে পারেন কোনোরূপ লিক হওয়ার বিষয়ে চিন্তা না করে। তাই উপহারের তালিকায় এটিও আপনার তালিকায় নির্দ্বিধায় রাখতে পারেন। আর এর দামও তেমন বেশ নয় ১০০ টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন।

১০. ওয়াল হ্যাঙ্গিং মোবাইল হোল্ডার

ওয়াল হ্যাঙ্গিং মোবাইল হোল্ডার

স্মার্টফোনকে সুবিধাজনক স্থানে রাখতে ওয়াল হ্যাঙ্গিং মোবাইল হোল্ডার খুবই দরকারি একটি জিনিস। এটি সাধারণত বিভিন্ন রঙের ও যে কোনো স্মার্টফোন রাখার সঠিক সাইজের হয়ে থাকে। দেওয়ালের সাথে এটি সহজে জুড়ে দেওয়া যায়। ফোন হোল্ডারগুলো প্লাস্টিকের তৈরি, নিরাপদ, যথেষ্ট মজবুত এবং দেয়ালে সহজে লেগে থাকার জন্য এর চমৎকার আঠালো কার্যকারিতা থাকে। এতে করে ফোন চার্জিং করা যায় সহজেই। তাই আপনার বাজেট যদি ১০০ টাকার মধ্যে হয়, তাহলে উপহার সামগ্রীর মধ্যে এটিও রাখতে পারেন পছন্দের তালিকার মধ্যে।

আমাদের শেষ কথা

আপনাদের জন্য ১০০ টাকার মধ্যে পাওয়া যায় এমন গিফট আইটেমের আইডিয়া দিয়ে গিয়ে ১০টি গিফট পণ্য নিয়ে আজ আলোচনা করেছি। আশাকরি এই গিফট আইডিয়াগুলো নিয়ে পাঠের পর আপনি আরও নানান ধরণের গিফটের ধারণা হয়তো উপস্থিত পেয়ে গেছেন। আর সেগুলো কী কী তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন আমাদের ঢাকা টুইটের পাশে থাকবেন। ধন্যবাদ।

Leave a Reply