বাংলাদেশ ব্যাংক স্কুল সিলেট এর সংক্ষিপ্ত ইতিহাস

বাংলাদেশ ব্যাংক স্কুল সিলেট এর সংক্ষিপ্ত ইতিহাস

Education

তিনশত ষাট আউলিয়া ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানীর স্মৃতি ধন্য পূণ্যভূমি সিলেট। দুটি পাতা একটি কুঁড়ির এই প্রকৃতি কন্যার অবারিত রূপ সৌন্দর্যের মাঝে সিলেট সিটি কর্পোরেশনের শাহজালাল উপশহরস্থ বাংলাদেশ ব্যাংক নিবাসের মনোরম প্রাকৃতিক পরিবেশে এক অনন্য স্থাপনা শৈলী নিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক “বাংলাদেশ ব্যাংক” এর প্রত্যক্ষ পরিচালনায় স্কুলটি ১৯৯৯ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ ব্যাংক এর একটি অনন্য সেবাধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট।

প্রতিষ্ঠানটি নিজস্ব ৪তলা বিশিষ্ট একটি সুরম্য ভবনে এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। স্কুলটিতে প্রি-নার্সারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালু আছে এবং ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে পৃথক পৃথক শ্রেণি কার্যক্রমের ব্যবস্থা। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে শিক্ষার্থীরা এখানে আনন্দের সাথে লেখাপড়া করছে।

বাংলাদেশ ব্যাংক স্কুল সিলেট এর সংক্ষিপ্ত ইতিহাস

বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৯০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। ১জন প্রধান শিক্ষক, ১জন সহকারী প্রধান শিক্ষক, ১৪জন সিনিয়র শিক্ষক, ৩জন সহকারী শিক্ষক সহ মোট ১৭জন শিক্ষক (মাধ্যমিক), ১০জন সহকারী শিক্ষক (প্রাথমিক), ২জন অফিস সহকারী ও ৬জন ৪র্থ শ্রেণির কর্মচারী এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

বিগত বছরগুলোতে শিক্ষাবোর্ডে মেধা তালিকা থাকাকালীন সময়ে স্কুলটি মেধা তালিকায় স্থান প্রাপ্তি, শতভাগ পাস ও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ সহ এস.এস.সি, জে.এস.সি. ও পি.এস.সি. পরীক্ষায় প্রতি বছরই বৃত্তি পেয়ে আসছে। ২০২২ সালের এস.এস.সি. পরীক্ষায় স্কুল হতে ১১১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৩জন A+, ৪১জন A, ২২জন A-, ৮জন B, ২জন C গ্রেড সহ মোট ১০৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয় এবং পাসের হার ৯৬.৪০%।

শিক্ষা গ্রহণের পাশাপশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডেও স্কুলের শিক্ষার্থীদের থাকে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ। স্কুলে রয়েছে গার্লস গাইড ইউনিট ও স্কাউট দল, যারা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে। শিক্ষার্থীদের মেধা বিকাশ সহ নৈতিক শিক্ষাদানে স্কুলের শিক্ষকবৃন্দ সদা তৎপর।

স্কুল ভবনটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতাভূক্ত হওয়ায় শিক্ষার্থীরা নিশ্ছিদ্র নিরাপত্তায় জ্ঞান অর্জন করে থাকে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই স্কুলের অনেক শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন নামী দামী প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সুনাম অর্জন করে আসছে। শিক্ষা বিস্তারের মহা পথ পরিক্রমায় স্কুলটি আজও তার সুমহান ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে এগিয়ে চলেছে সুন্দর আগামীর পথে।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত “স্মার্ট বাংলাদেশ ২০৪১” বাস্তবায়নে এই প্রতিষ্ঠানটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরীকল্পে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রধান শিক্ষক :
মোঃ আবুল হাশেম
Contact No. : 01718603386
সহকারি প্রধান শিক্ষক :
মোহাম্মদ রুহুল আমিন
Contact No. : 01782579585

বাংলাদেশ ব্যাংক স্কুলের ওয়েবসাইট : www.bbssylhet.edu.bd
ই-মেইল : [email protected]
ফোন নম্বর : ০৮২১-৭২২৪৪৩
স্কুল কোড : ১১০৫
EIIN : 130415

Leave a Reply