হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কীভাবে ডিলিট করবেন? How to Delete WhatsApp Status?

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কীভাবে ডিলিট করবেন? How to Delete WhatsApp Status?

Information

আমরা যারা হোয়াটসঅ্যাপে সময় দেই কিংবা অনেকটা সময় হোয়াটসঅ্যাপে পছন্দের ছবি ও ভিডিও স্ট্যাটাসে দিয়ে থাকি। আমাদের যারা পরিচিত কিংবা বন্ধুরা তা দেখে থাকেন, এতে তাদের মন্তব্য জানান, ক্ষেত্র বিশেষে অনেকে ভালো-মন্দ রিয়্যাক্টও দিয়ে থাকেন।

তবে অনেক ক্ষেত্রে আমাদের ভুলবশত কিছু ছবি বা ভিডিও স্ট্যাটাসে আপলোড হয়ে যায়। এমনকি আপনি যে ছবি বা ভিডিওটি সকলের সামনে উপস্থাপন করতে চান না কিন্তু অন্যান্য ছবি বা ভিডিও আপলোড দেওয়ার সাথে অপ্রাসঙ্গিকভাবে অন্য ছবি বা ভিডিও সিলেক্ট হয়ে তা স্ট্যাটাসে আপলোড হয়ে গেছে। তা সরানোর জন্য দরকার এটিকে মুছে ফেলা বা ডিলিট করে ফেলা।

কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কীভাবে ডিলিট করবেন? তা নিয়ে অনেকে হঠাৎ বুঝে উঠতে পারেন না। যারা নতুন ব্যবহারকারী হিসেবে হোয়াটসঅ্যাপ চালান তাদের জন্য ব্যাপারটা জটিলতর হয়ে উঠে। যদিও ব্যাপারটা সাধারণত সহজ উপায়ে মাত্র কয়েকটি ধাপে সম্পন্ন করা যায়।

আবার যারা জানেন তাদের জন্য হোয়াটসঅ্যাপের যে কোনো সেটিংস সহজে নিজের আয়ত্ত্বে রেখে সুবিধামতো চালান। তবে যারা জানেন না কিংবা ভুলে গেছেন কিভাবে কীভাবে স্ট্যাটাস বাদ দিবেন কিংবা ডিলিট করে দিতে হয়? তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।

তবে সাধারণত আমাদের শেয়ার করা হোয়াটসঅ্যাপ (Whatsapp) স্টোরির স্যাটাসগুলো ২৪ ঘণ্টা পর অটো মুছে যায়। তারপরও জরুরি কাজে তা নির্ধারিত সময়ের পূর্বেও অনেকে সময় ডিলিট বা মুছে ফেলতে হয়।

আসুন কয়েকটি ধাপে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ডিলিট করার নিয়ম জেনে নিই-

০১ঃ প্রথম আপনি আপনার হোয়াটসঅ্যাপ (Whatsapp) অ্যাকাউন্টটিতে প্রবেশ করুন।

কিভাবে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কীভাবে ডিলিট করবেন?

০২ঃ তারপর উপরের Chats এর পাশে থাকা অপশন Status এ চাপুন।

০৩ঃ দেখেতে পাবেন আপনার সহ অন্যান্যদের শেয়ার করা তাদের হোয়াটসঅ্যাপ স্টোরির স্ট্যাটাসগুলো।

কিভাবে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কীভাবে ডিলিট করবেন?1

০৪ঃ উপরে দেখতে পাবেন আপনার শেয়ার করা “My status” অপশনটি। সেখানের পাশে থাকা ত্রি-ডট (…) আইকনটিতে ক্লিক করুন।

কিভাবে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কীভাবে ডিলিট করবেন?

০৫ঃ এখানে পেয়ে যাবেন আপনার সকল শেয়ার করা হোয়াটসঅ্যাপ (Whatsapp) স্টোরির স্যাটাসগুলো। এখান থেকে যে যে ছবি বা ভিডিওটি সরাতে চান সেটির পাশের ত্রি-ডট (…) আইকনটিতে ক্লিক করে ডিলিট অপশনটি বাছাই করে মুছে ফেলুন।

কিভাবে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কীভাবে ডিলিট করবেন?3

ব্যস হয়ে গেলে আপনার কাঙ্খিত হোয়াটসঅ্যাপ (Whatsapp) স্টোরির স্যাটাস ডিলিট।

আমাদের শেষ কথা

আশা করি, আমাদের উপরিউক্ত হোয়াটসঅ্যাপ (Whatsapp) স্টোরির স্যাটাস ডিলিট করতে হয় তার নিয়মাবলী নিয়ে আজকের এই টিউটরিয়াল আপনাদের ভালো লাগবে এবং যাথারীতি কাজে আসবে। এছাড়াও আমরা আপনাদের জন্য যাতে সহজবোধ্য হয় তাই প্রয়োজনীয় স্ক্রীনশট যুক্ত করেছি। যদি আমাদের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না।

তারপরও যদি আপনাদের এ সংক্রান্ত কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা হোয়াটসঅ্যাপ (Whatsapp) স্টোরির স্যাটাস ডিলিট সম্পর্কে বিস্তারিত আরও জানতে চান তাহলে কমেন্টে তা নিয়ে প্রশ্নের মাধ্যমে জানাতে পারেন। এ ধরণের সকল টিপস এন্ড টিক্স আপডেট পেতে আমাদের ঢাকা টুইটের পাশে থাকতে ভুলবেন না কিন্তু।

Leave a Reply