[PDF] এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পত্র ২০২২ সৃজনশীল প্রশ্ন

এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম পত্র ২০২২ সৃজনশীল প্রশ্ন

Education

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা। যারা এবার ২০২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য গত বছর ২০২২ সালের পদার্থ বিজ্ঞান ১ম পত্রের সকল বোর্ডের প্রশ্নের পিডিএফ ফাইলটি আমাদের ওয়েবসাইটের উক্ত আর্টিক্যালে শেয়ার করেছি।

১। গ্রামের একটি সমতল রাস্তার এক জায়গায় 3m ব্যাসার্ধের একটি বাঁক রয়েছে। একজন সাইকেল আরোহী 20 kmh^-1 বেগে হেলে সাইকেল চালিয়ে বাঁক অতিক্রম করল। না হেলে একজন সাইকেল আরোহী যেন নিরাপদে বাঁক অতিক্রম করতে পারে সে ব্যাপারে বাঁকে একটি সতর্কীকরণ প্লেটে সর্বোচ্চ গতিসীমা 6 kmh^-1 উল্লেখ আছে। [রাস্তার বাঁকে ব্যাংকিং করা ছিল না এবং টায়ার ও রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.1 এবং g = 10ms^-2] [বরিশাল বোর্ড-২০২২]

(ক) চক্রগতির ব্যাসার্ধ কী?
(খ) যে মৌলিক বল ঘর্ষণ বল সৃষ্টি করে তার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
(গ) সাইকেল আরোহী কত কোণে হেলে সাইকেল চালিয়ে বাঁক অতিক্রম করেছিল? নির্ণয় কর।
(ঘ) সতর্কীকরণ প্লেটে উল্লিখিত গতিসীমার যথার্থতা যাচাই কর।

২। কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র হতে 3.6×10^4 km উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হলো। যেখানে অভিকর্ষজ ত্বরণ g = 9.8ms^-2। পৃথিবীর ব্যাসার্ধ এবং মহাকর্ষ ধ্রুবক যথাক্রমে 6.4×10^6m এবং 6.7×10^11Nmkg^2. [যশোর বোর্ড-২০২২]

(ক) পার্কিং কক্ষপথ কী?
(খ) মুক্তি বেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয় ব্যাখ্যা কর।
(গ) কৃত্রিম উপগ্রহটির বেগ নির্ণয় কর।
(ঘ) কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

৩। একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় নিয়ে যাওয়া হলে দিনে 50 sec সময় হারায়। পৃথিবীর ব্যাসার্ধ 6400km অভিকর্ষজ ত্বরণ 9.8ms^-2. [যশোর বোর্ড-২০২২]

(ক) পর্যায়কাল কাকে বলে?

(খ) একটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 2.5 Nm^1 বলতে কী বুঝায়?
(গ) উদ্দীপকের পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল নির্ণয় কর।
(ঘ) কী কৌশল অবলম্বন করলে উদ্দীপকের দোলকটি পাহাড়ের চূড়ায়ও সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে? গাণিতিক যুক্তিসহ উত্তর দাও।

৪। একটি সেকেন্ড দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। শামীম দোলকটি উপগ্রহে নিয়ে গেল, যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ এবং ভর পৃথিবীর ভরের 1/50 গুণ। পৃথিবীর ভর 5.99 × 10^24kg। [ময়মনসিংহ বোর্ড-২০২২]

(ক) সেকেন্ড দোলক কী?

(খ) শীতকালে দোলক ঘড়ি দ্রুত না ধীরে চলে ব্যাখ্যা কর। (গ) উপ গ্রহটির পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় কর।
(ঘ) ‘দোলকটি উপগ্রহের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় ধীরে চলে’—গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উক্তিটির যথার্থতা যাচাই কর।

৫। একটি ভারি চাকার ভর 40 kg এবং জড়তার ভ্রামক 4000 kgm^2। চাকাটি প্রতি মিনিটে 100 বার ঘুরছে। রহমান সাহেব চাকাটিকে 2 মিনিটে থামানোর জন্য 300 Nm বাধাদানকারী টর্ক প্রয়োগ করল। [ঢাকা বোর্ড-২০২২]

(ক) মহাকর্ষীয় বিভব কী?

(খ) দরজার হাতল মাঝে না রেখে প্রান্তে রাখা হয় কেন?
(গ) উদ্দীপকে চাকাটির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকে রহমান সাহেব নির্দিষ্ট সময়ে চাকাটি থামাতে সক্ষম হবে কি না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতমত দাও।

৬। P ও Q দুটি গোলকের ভর যথাক্রমে 0.025kg 30.05kg | P ও Q গোলকদ্বয়কে 2টি পৃথক সুতার সাহায্যে বেঁধে যথাক্রমে 0.909m 30.709m ব্যাসার্ধের বৃত্তাকার পথে আনুভূমিকভাবে মিনিটে 30 বার ঘুরানো হচ্ছে। সুতাটি সর্বোচ্চ 0.275N বল সহ্য করতে পারে।

(ক) টর্কের সংজ্ঞা দাও।
(খ) রাস্তার ব্যাংকিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
(গ) P গোলকের কৌণিক ভরবেগ কত?
(ঘ) P ও Q গোলকের সুতার মধ্যে কোন সুতাটি ছিঁড়ে যাবে? গাণিতিভাবে বিশ্লেষণপূর্বক যুক্তি দাও।

৭। কোনো একটি পরীক্ষণে মিঠামইনের আবদ্ধ বায়ুর তাপমাত্রা 19°C এবং আপেক্ষিক আর্দ্রতা 47%। শৈত্য প্রবাহে ঐ স্থানের তাপমাত্রা কমে 15°C হলো। 7°C, S°C 6 19°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 7.5, 8.2 এবং 16.5mm পারন চাপের সমান। [বরিশাল বোর্ড-২০২২]

(ক) বাস্তব গ্যাস কী?

(খ) ঠাণ্ডা পানির জন্য পিতলের কলসী এবং মাটির কলসীর মধ্যে কোনটি বেশি উপযোগী? ব্যাখ্যা কর।
(গ) তাপমাত্রা 5°C এ নেমে গেলে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় কর।
(ঘ) তাপমাত্রা পরিবর্তনের কারণে ঐ স্থানের আবদ্ধ বায়ুর শিশিরাক্ষের কোনো পরিবর্তন হবে কিনা? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।

৮। একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 2m এবং ব্যাস 1 mm। তারটির উপর 10N বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ইস্পাত তারের ইয়ং এর গুণাংক Y = 2 x 10^11Nm^-2।

(ক) অবস্থান ভেক্টর কাকে বলে?
(খ) সরল দোল গতি সম্পন্ন কণা যখন সর্বোচ্চ বেগপ্রাপ্ত হয়, তখন ত্বরণ হয় সর্বনিম্ন ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপক অনুসারে তারটির দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ নির্ণয় কর।
(ঘ) তারটির প্রসারণে মোট কৃতকাজ, একক আয়তনে সঞ্চিত শক্তি অপেক্ষা কিরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণপূর্বক মতামত দাও। [সিলেট বোর্ড-২০২২]

৯। প্রতিটি 0.125m3 আয়তনের এবং 250 kg ভরের 4 টি ব্লককে পরপর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হল।

(ক) ভূস্থির কৃত্রিম উপগ্রহ কাকে বলে?
(খ) লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে বর্ণিত স্তম্ভের উপর হতে কোনো একটি বস্তুকে ফেলে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে?
(ঘ) স্তম্ভটিকে আনুভূমিকের সাথে 30° কোণে আনত রাখতে কাজ ও উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরিতে কাজের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ দাও।  [সিলেট বোর্ড-২০২২]

১০। ভূ-পৃষ্ঠে একটি সেকেন্ড-ঢোলক সঠিক সময় দেয়। এটিকে একটি খনিগর্ভে নিয়ে গেলে দৈনিক 20 see ধারে চলে। কিন্তু একটি পাহাড়ের শীর্ষে নিয়ে গেলে দৈনিক মিনিট (এক মিনিট) ধীরে চলে। পৃথিবীর ব্যাসার্ধ 6400km।

(ক) স্প্রিং ধ্রুবক কাকে বলে?
(খ) কম্পনশীল সুরশলাকার বাহুর স্পন্দন একটি সরল ছন্দিত স্পন্দন-ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে দোলকটির কার্যকর দৈর্ঘ্য নির্ণয় কর।
(ঘ) খনির গভীরতা ও পাহাড়ের উচ্চতা গাণিতিকভাবে তুলনা কর। [দিনাজপুর বোর্ড-২০২২]

তোমরা তোমাদের প্রয়োজনীর এইচএসসি ২০২২ সালের সকল বোর্ডের সববগুলো প্রশ্নই উক্ত পিডিএফ ফাইলে পাবে। তাই প্রয়োজনের ক্ষেত্রে PDF ফাইলটি নিয়ে বাড়তি অনুশীলন করার সুযোগ পাচ্ছো।

[HSC] পদার্থ বিজ্ঞান ১ম পত্র বোর্ড প্রশ্ন ২০২২

contact for any information [email protected]

আশাকরি আমাদের আজকের আর্টিক্যালটি তোমাদের ভালোই লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থেকো। তোমাদের পরীক্ষা প্রস্তুতি ভালো হোক, এই শুভ কামনা রইলো। ধন্যবাদ সবাইকে।

Leave a Reply