HSC নির্বাচনী পরীক্ষা ২০২৩ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সৃজনশীল প্রশ্নাবলী) PDF সহ

HSC নির্বাচনী পরীক্ষা ২০২৩ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সৃজনশীল প্রশ্নাবলী)

Education

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সৃজনশীল প্রশ্নাবলী): আস-সালামু আলাইকুম, প্রিয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা। কেমন আছো তোমরা? আজকের এই আর্টিক্যালে তোমাদের জন্য বিভিন্ন কলেজে অনুষ্ঠিত হয়ে যাওয়া টেস্ট পরীক্ষায় আসা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সৃজনশীল প্রশ্নাবলী) শেয়ার করা হবে। তো এবার কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক।

১। প্রোগ্রাম তৈরির পূর্ব ধাপ হলো অ্যালগরিদম অ্যালগরিদমের পরবর্তী ধাপ হলো ফ্লোচার্ট। আমারা অ্যালগরিদম দেখে বুঝতে পারি কাজের পর্যায়ক্রমিক বিবরণ আর ফ্লোচার্ট দেখে বুঝতে পারি চিত্র ভিত্তিক প্রোগ্রামের বিভিন্ন সমস্যার সমাধান। [চর ফ্যাসন সরকারি কলেজ]

ক। ডিবাগিং কী?
খ। সি ভাষাকে CASE-SENSATIVE ভাষা বলা হয় কেন?
গ। কোন একটি বছর অধিবর্ষ কিনা নির্ণয় করার জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখ।
ঘ। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য elseif control statement ব্যবহার করে সি প্রোগ্রাম তৈরি কর।

২। শিক্ষক আইসিটি বিষয়ের কিছু গুরত্বপূর্ণ ছবি ইন্টারনেট থেকে IEEE 802.11 স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রটোকল ব্যবহার করে ডাউনলোড করল এবং পরবর্তীতে নিজের মোবাইল ফোন থেকে ছবিগুলো অন্য একটি প্রটোকলের মাধ্যমে বিদেশে থাকা তার বন্ধুর কাছে প্রেরণ করল।  [চর ফ্যাসন সরকারি কলেজ]

ক. EMI কী?
খ. রোমিং কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে কোন পদ্ধতি ব্যবহার করে শিক্ষক তার ছবিগুলো ডাউনলোড করল।
ঘ. উদ্দীপকের প্রেরণকৃত ছবির প্রটোকল এবং ডাউনলোড করার প্রোটকলের কোন পদ্ধতিটি তোমার কাছে উত্তম বলে মনে কর, বিশ্লেষন পূর্বক মতামত দাও।

৩। দৃশ্যকল্প-১ : রাফায়েত সাহেব তার বন্ধুকে এমন একটি প্রযুক্তির কথা বললেন যার সাহায্যে প্রসেসরের উন্নয়ন তথা – গতি বৃদ্ধি, আকৃতি হ্রাস ইত্যাদি সম্ভব।

দৃশ্যকল্প-২ : অসুস্থ্য আলম গবেষণা প্রতিষ্ঠান ‘ABC’-এর ডাক্তার দীপের অধীনে চিকিৎসারত। ডা. দীপের প্রতিষ্ঠান আলমের ক্যান্সার চিকিৎসার জন্য জিনোম সিক্যুয়েন্স করে তার জন্য প্রযোজ্য নির্দিষ্ট ওষুধ আবিষ্কার করতে সক্ষম। একাজে প্রতিষ্ঠানটি প্রক্রিয়াকরণের কাজে এবং যাবতীয় ডেটা ও গবেষণা লব্ধ ফলাফল সংরক্ষণে কম্পিউটেশনাল প্রযুক্তি ব্যবহার করে। [নৌবাহিনী কলেজ চট্টগ্রাম]

ক) মেশিন লার্নিং কি?

খ) হাতের রেখা বিশ্লেষণ করে নিরাপত্তা প্রদানে ব্যবহৃত পদ্ধতিটির অসুবিধা ব্যাখ্যা কর।
গ) দৃশ্যকল্প-১ এর প্রযুক্তিটিতে বিভিন্ন উপাদান তৈরিতে অনুসৃত পদ্ধতিগুলোর বর্ণনা দাও।
ঘ) দৃশ্যকল্প-২ এর প্রযুক্তিটি মানব কল্যাণে বিশাল ভূমিকা পালনে সক্ষমউদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

৪। ‘X’ সিটি মেয়র একটি নেটওয়ার্ক সেবা চালু করেন যাতে তার সিটি এরিয়াতে সবাই তারবিহীন ফ্রি ইন্টারনেট সুবিধা পেতে পারে। এজন্য সিটিবাসীকে একটি অতিরিক্ত তারবিহীন ডিভাইজও ব্যবহার করতে হয়। তিনি তার অফিসের ১০টি কম্পিউটার, ১টি স্ক্যানার, ২টি প্রিন্টারের পারস্পরিক সংযোগের জন্য ক্যাবল ব্যবহার করেন যা ১জিবিপিএস এর চেয়ে বেশি ডাটা স্পিড প্রদান করে।  [নৌবাহিনী কলেজ চট্টগ্রাম]

ক) ব্রডকাস্ট কি?

খ) ব্যান্ডউইথ ১২৮ Kbps বলতে কি বুঝায়? বুঝিয়ে লিখ।
গ) উদ্দীপকে মেয়র প্রবর্তিত কম্পিউটার নেটওয়ার্কটির ধরণ ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত প্রযুক্তির সাথে অফিসে ব্যবহৃত মাধ্যমটির তুলনামূলক বিশ্লেষণ কর।

৫। শরিফা তার মা’কে নিয়ে ত্বকের সমস্যার জন্য ডাক্তারের কাছে গেল। ডাক্তার নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করলেন। নতুন রোগীর তুলনায় পুরোনো রোগীর ফি কম নেন ডাক্তার। চেম্বারে শরিফার মায়ের আঙুলের ছাপ নিয়ে কম্পিউটার দেখে ডাক্তার কম ফি ধার্য করলেন। [শহীদ পুলিশ স্মৃতি কলেজ]

ক) ভার্চুয়াল রিয়েলিটি কী?

খ) ন্যানোটেকনোলজির কার্যপদ্ধতি ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে শরিফার মায়ের চিকিৎসা পদ্ধতি বর্ণনা কর।
ঘ) উদ্দীপকের ডাক্তার ফি কম নেওয়ার ব্যাপারটি বিশ্লেষণ কর।

৬। সুমী খাতুন তার অফিসের গড়ে তুলেছেন। একটি নেটওয়ার্ক সচল থাকে। তাই তিনি সবগুলো কম্পিউটার কম্পিউটার অচল হলেও যেন তার নিজস্ব কম্পিউটারের সাথে যুক্ত করেছেন। এছাড়াও তিনি অন্যান্য অফিসের সাথে সর্বোচ্চ গতিসম্পন্ন তারের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকেন ।  [শহীদ পুলিশ স্মৃতি কলেজ]

ক) ডাটা ট্রান্সমিশন মোড কী?
খ) ক্লাউড কম্পিউটিং ব্যাখ্যা কর।
গ) সুমী খাতুনের অফিসে ব্যবহৃত টপোলজির বর্ণনা দাও।
ঘ) সুমী খাতুন অন্যান্য অফিসের সাথে যে, মাধ্যমটি ব্যবহার করেন তার সুবিধাঅসুবিধার তুলনামূলক বিশ্লেষণ কর।

৭। জনাব আসাদ একটি কারিগরি প্রতিষ্ঠানের পরিচালক। প্রতিষ্ঠানের সকল কম্পিউটার পেঁচানো ক্যাবলের মাধ্যমে নেটওয়ার্কে সংযুক্ত। একদিন অফিস-কর্মী হতে তিনি জানতে পারলেন প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অন্তর্ভূক্ত কোনো কম্পিউটারই আর সচল নেই। অনুসন্ধানে জানা যায় যে, মাত্র একটি কম্পিউটার নষ্ট হওয়ার কারণে এটি হয়েছে। অপরদিকে জনাব আরিফের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কের সাথে সংযুক্ত দুটি কম্পিউটার নষ্ট হলেও অন্যান্য কম্পিউটারগুলো সচল ছিল। এখানে উল্লেখ্য যে, আরিফ সাহেবের অফিসে কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত ছিল। [বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড]

ক. ব্যান্ডউইডথ কী?
খ. ডেটা ট্রান্সমিশর্নে সিনক্রোনাস সুবিধাজনক- ব্যাখ্যা কর।
গ. জনাব আসাদ সাহেবের প্রতিষ্ঠানে ব্যবহৃত নেটওয়ার্কে যে ক্যাবল ব্যবহৃত হয় ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অফিস দুটিতে ব্যবহৃত টপোলজিদ্বয়ের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য বিশ্লেষণ কর।

৮। আকিব সাহেব তার গবেষণাগারে ক্যান্সারের উপর গবেষণায় নিয়োজিত আছেন। তিনি প্রত্যেকটি ফলাফল ডেটাবেজে সংরক্ষণ করেন। তিনি গবেষণাগারের প্রবেশমুখে এমন একটি যন্ত্র বসিয়েছেন যেটির দিকে নির্দিষ্ট সময় তাকালে অনুমোদিত ব্যক্তিগণ ভিতরে প্রবেশ করতে পারেন। [বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড]

ক. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
খ. ‘নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি’- ব্যাখ্যা কর।
গ. গবেষণাগারের প্রবেশমুখে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের গবেষণা কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে, বিশ্লেষণপূর্বক সেটির প্রয়োগক্ষেত্র আলোচনা কর।

৯। ড. রশিদ দেশের খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যে অধিক ফসল উৎপাদনকারী বীজ আবিষ্কারের জন্য একটি প্রযুক্তির সাহায্যে গবেষণা করছেন। তাঁর গবেষণা সম্পর্কিত তথ্যসমূহ তাঁর সহকারী অনুমতি ব্যতিত কম্পিউটার থেকে নেয়ার চেষ্টা করে। যার কারণে তিনি এমন এক ধরনের সিকিউরিটি সিস্টেম প্রযুক্তি ব্যবহার করেন যেটি দিয়ে তাঁর শারীরিক ও আচারণত বৈশিষ্ট্যের মাধ্যমে কম্পিউটার অন করতে হয়। [হাটহাজারী সরকারি কলেজ]

ক. অ্যাকচুয়েটর কী?

খ. বায়ুইনফরম্যাটিক্স-এ ব্যবহৃত ডেটা কী? ব্যাখ্যা কর।
গ. ড. রশিদের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর।
ঘ. ড. রশিদের সিকিউরিটি সিস্টেমে ব্যবহৃত প্রযুক্তিটি আধুনিক নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা রাখবে কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও।

১০। ফরহাদ সাহেব তাঁর ছোট ছেলের জন্য একটি খেলনার হ্যালিকপ্টার কিনে আনেন। তিনি ছেলেকে রিমোট ব্যবহার করে হেলিকপ্টর উড্ডয়ন দেখালেন। তাঁর বড় ছেলে রাউটারের সাহায্যে তাঁরবিহীন ইন্টারনেট ব্যবহার করে। ফরহাদ সাহেব কম্পিউটারের সাথে ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। [হাটহাজারী সরকারি কলেজ]

ক. বিট সিনক্রোনাইজেশন কী?
খ. প্যারালাল ট্রান্সমিশনের চেয়ে সিরিয়াল ট্রান্সমিশন সুবিধাজনক ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের হ্যালিকপ্টার উড্ডয়নের পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. ফরহাদ সাহেব ও তাঁর বড় ছেলের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কৌশলগত পদ্ধতি বিশ্লেষণ কর।

contact for questions: [email protected]

বন্ধুরা আশাকরি তোমাদের জন্য তৈরি করা আমাদের আজকের আর্টিক্যালটি সকলের ভালো লেগেছে। আসন্ন এইচএসসি ২০২৩ সালের যে কোনো সাজেশন্স বা শিখন সম্পর্কিত সমস্যা সমাধান পেতে আমাদের সাথেই থেকো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।

Leave a Reply