বাংলাদেশে ৩০০০ টাকা মধ্যে সেরা বাটন মোবাইল ফোন  ২০২৩

বাংলাদেশে ৩০০০ টাকা মধ্যে সেরা বাটন মোবাইল ফোন  ২০২৩

Information

অনেকেই যখন কোনো একটি ডিভাইস কিনতে চান তখন তারা তাদের বাজেটের মধ্যে সেই দাম অনুযায়ী পছন্দের ডিভাইসের প্রিমিয়াম জিনিসগুলো খুঁজে বের করতে চেষ্টা করেন। আর তাই আমরা আপনাদের নিকট স্বল্প ও বাজেটের মধ্যে থাকা ২০২৩ সালের বাজারে থাকা বাটন ফোনগুলোর নাম ও তাদের সংক্ষিপ্ত বর্ণনাসহ আনুমানিক দাম তুলে ধরেছি।

চলুন, দেখে নেয়া যাক বাংলাদেশে ৩০০০ টাকা মধ্যে সেরা বাটন মোবাইল ফোনগুলোর তালিকা-

০১. Nokia 220 (4G)

Nokia 220 (4G) হ্যান্ড সেটটিতে রয়েছে ডুয়াল সিমের সুবিধা। আর এর প্রধান বিশেষত্ব হলো এটি 4G সাপোর্ট সাপোর্টেড। এর ব্যাটারি ১২০০ mAh ক্ষমতা সম্পন্ন। এই ফোনে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের ছাড়া অন্যান্য অ্যাপগুলো আগে থেকে ইনস্টল করা আছে। এতে আছে এফএম রেডিও যা ৩.৫ মিমি ইয়ারফোনের সাথে চালানো যায়। Nokia 220 (4G) এর ডিসপ্লে সাইজ ২.৪ ইঞ্চি। রয়েছে বেসিক গেমও যা আপনার একাকিকত্ব সময় কাটানোর জন্য যথেষ্ট। তবে Nokia 220 (4G) সেটটিতে কোন ফ্রন্ট ক্যামেরা নেই। অন্যান্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে- ফ্ল্যাশলাইট, লাউডস্পিকার, ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট, ফ্ল্যাশ সহ ভিজিএ ব্যাক ক্যামেরা, ভিডিও রেকর্ডিং, ব্লুটুথ ইত্যাদি। বাংলাদেশে Nokia 220 (4G) অফিসিয়াল প্রাইস ৩,৯৯৯ টাকা।

০২.  Nokia 5310 (2020)

Nokia 5310 (2020) হ্যান্ড সেটটিতে সিঙ্গেল বা ডুয়াল মিনি সিমের ব্যবহারের সুবিধা রয়েছে। এর ডিসপ্লে সাইজ ২.৪ ইঞ্চি। রয়েছে ১২০০ mAh ক্ষমতা সম্পন্ন রিমুভেবল ব্যাটারি। এই ফোনের প্রধান বিশেষত্ব হলো এতে রয়েছে এমপি৩ প্লেয়ার, ডেডিকেটেড মিউজিক বোতাম এবং সামনে ডুয়াল স্পিকারসহ ওয়্যারলেস এফএম রেডিও। হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মতো প্রয়োজনীয় সকল অ্যাপগুলো আগে থেকে ইনস্টল করা রয়েছে। সেটটিতে ইয়ারফোন ব্যবহারের জন্য একটি ৩.৫ মিমি জ্যাকও রয়েছে। Nokia 5310 (2020) ফোনটিতে কিছু বেসিক গেমও খেলা যায়। এর কোনো ফ্রন্ট ক্যামেরা নেই। অন্যান্য সুবিধাদির মধ্যে এতে রয়েছে- ফ্ল্যাশলাইট, মাইক্রোএসডি স্লট, ফ্ল্যাশ সহ ভিজিএ ব্যাক ক্যামেরা, ব্লুটুথ ইত্যাদি। বাংলাদেশে Nokia 5310 (2020) অফিসিয়াল প্রাইস ৪,৪৯৯ টাকা।

০৩. Nokia 105 (2022)

Nokia 105 (2022) হ্যান্ড সেটটিতে সিঙ্গেল এবং ডুয়াল মিনি-সিম এর বিকল্প রয়েছে। ফোনটির কোনো ফ্রন্ট বা ব্যাক ক্যামেরা নেই। এতে রয়েছে এফএম রেডিও যা ৩.৫ মিমি ইয়ারফোনের সাথে চালু করা যায়। Nokia 105 (2022) হ্যান্ড সেটটির ডিসপ্লে সাইজ ১.৭৭ ইঞ্চি যা কিউকিউ ভিজিএ মানের। বাংলাদেশে Nokia 105 (2022) এর দাম ২,০৯৯ টাকা। এতে 4 MB র‍্যাম, 4 MB ইন্টারনাল মেমরি (রম) রয়েছে। বাজারে সেটটি নীল, কাঠকয়লা রঙে পাওয়া যাচ্ছে। তাছাড়া এতে রয়েছে কিছু বেসিক গেম। অন্যান্য সুবিধাদির মধ্যে আছে টর্চলাইট ও লাউডস্পিকার। এর ব্যাটারির কার্যক্ষমতা ৮০০ mAh।

০৪: Walton Olvio i100

Walton Olvio i100 ফিচার ফোনটির ডিসপ্লে  সাইজ১.৭৭ ইঞ্চি যা কিউকিউ ভিজিএ মানের। এতে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা রয়েছে। Olvio i100 মডেলের ফোনটি বাংলাদেশে নীল, কালো রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। বর্তমানে Olvio i100 বেসিক ভেরিয়েন্টের দাম বাংলাদেশে ৯৫০ টাকা। ফোনের বডি ডাইমেনশন হলো ১১৫ x ৪৯ x ১৩.৯ মিমি। ফোনটিতে আছে এফএম রেডিও যা ৩.৫ মিমি ইয়ারফোনের সাথে চালু করা যায়। এতে একটি ডিজিটাল ক্যামেরা রয়েছে। এর ব্যাটারির কার্যক্ষমতা ১০০০ mAh।

০৫. Bengal BG01 Mini Phone

বেঙ্গল BG01 মডেলের সেটটিতে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা রয়েছে। এই ফোনটির ডিসপ্লে সাইজ ১.৪৪ ইঞ্চি। এতে রয়েছে Mp3/Mp4 প্লেয়ার, ওয়্যারলেস এফএম রেডিও সুবিধাসহ বেঙ্গল BG01 হ্যান্ড সেটে রয়েছে ফ্ল্যাশ লাইট, একটি ক্যামেরা। ফোনটির ব্যাটারির কার্যক্ষমতা  850mAh। ফোনটিতে ৩২ জিবি মেমরি কার্ড সাপোর্ট করে। এই ফোনটি ভালো মানের টেকসই ইভা ক্রাশ প্রতিরোধী এবং অ্যান্টি-শক উপাদান দিয়ে তৈরি। বাজারে এর দাম ১,৬৯৯ টাকা।

০৬: Walton Olvio ML24

Walton Olvio ML24 ফিচারের এই ফোনটি বেসিক ভেরিয়েন্টের দাম বাংলাদেশে ১,১৭০ টাকা। সেটটিতে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা রয়েছে। সাধারণত এ ফোনটি বাংলাদেশে নীল, কালো রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। Walton Olvio ML24 ফোনটির ডিসপ্লে সাইজ ২.৪ ইঞ্চি। ফোনের বডি ডাইমেনশন হলো ১২৭ x ৫১ x ১১.৯ মিমি। এতে রয়েছে একটি ডিজিটাল ক্যামেরা। ফোনটিতে অপসারণযোগ্য লি-আয়ন ব্যাটারি যুক্ত রয়েছে যার কার্যকরি ক্ষমতা ১০০০ mAh। এছাড়াও এতে মাইক্রোএসডি কার্ড যুক্ত করা যায় সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত। ফোনটিতে আছে এফএম রেডিও যা ৩.৫ মিমি ইয়ারফোনের সাথে চালু করা যায়।

০৭: Walton Olvio S33

Walton Olvio S33 এর প্রত্যাশিত মূল্য 1,350 BDT। Walton Olvio S33 ফিচারের এই ফোনটিতে ব্ল্যাকলিস্ট, হোয়াইটলিস্ট, প্রাইভেসি লক, ফোন লক এবং বিল্ট-ইন জাভা ইত্যাদি রয়েছে। এর ডিসপ্লে সাইজ ২.৮ ইঞ্চি যা QQVGA মান সম্পন্ন। এছাড়া এতে ৩২ MB র‍্যামম এবং ৩২ MB রম রয়েছে। Walton Olvio S33 ফোনটিতে মাইক্রোএসডি কার্ড যুক্ত করা যায় সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত। স্টাইলিশ এই হ্যান্ডসেটটির পিছনের দিকে একটি ডিজিটাল ক্যামেরা রয়েছে। এর ব্যাটারির কার্যক্ষমতা 1400 mAh যা অপসারণযোগ্য। বাজারে এটি গোল্ডেন বা নীল রঙের পাওয়া যাচ্ছে। অন্যান্য সুবিধার মধ্যে এতে রয়েছে জাভা সাপোর্ট, রিয়ার ফ্ল্যাশলাইটের সাথে টর্চ লাইট, ডেটা ট্রান্সফার সহ মাইক্রো ইউএসবি, জাভা সক্রিয় ফেসবুক এবং অপেরা মিনি অ্যাপ, কীবোর্ড নোটিফিকেশন লাইট, ওয়্যারলেস এফএম রেডিও। বাজারে ১,৩৫০ টাকা দামে পাওয়া যাচ্ছে ওয়াল্টনের এই Walton Olvio S33 মডেলের ফোনটি।

০৮: Walton Olvio E100

Walton Olvio E100 ফিচারের হ্যান্ড সেটটিতে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা রয়েছে। এর ডিসপ্লে সাইজ ২.৪ ইঞ্চি। রয়েছে ২৫০০ mAh ক্ষমতা সম্পন্ন রিমুভেবল ব্যাটারি। বর্তামানে Olvio E100 এর বেসিক ভেরিয়েন্টের দাম বাংলাদেশে ১,৪৫০ টাকা। ফোনটি বাংলাদেশে নীল, কালো রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটির বডি ডাইমেনশন হলো ১২৫ x ৫২ x ১৩.৫ মিমি। এতে আছে একটি ডিজিটাল ক্যামেরা। রয়েছে ২.০ মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনটিতে মাইক্রোএসডি কার্ড যুক্ত করা যায় সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত। এছাড়াও ফোনটিতে আছে এফএম রেডিও যা ৩.৫ মিমি ইয়ারফোনের সাথে চালু করা যায়।

০৯: Itel Magic 3

ডুয়াল সিম ব্যবহারের সুবিধা সহ Itel Magic 3 ফোনটির ডিসপ্লে সাইজ ২.৪ ইঞ্চি। রয়েছে ১৫০০ mAh ক্ষমতা সম্পন্ন রিমুভেবল ব্যাটারি। আইটেল ম্যাজিক থ্রি বর্তমানে বেসিক ভেরিয়েন্টের দাম বাংলাদেশে ২,১০০ টাকা। সাধারণত এ ফোনটি গ্রেডেশন ব্লু কালার ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে। এতে আছে ৮ এমবি র‍্যাম ও ৮ এমবি রম। পেছনের দিকে সংযুক্ত আছে একটি ১.৩ এমপি ক্যামেরা। রয়েছে ২.০ মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনটিতে মাইক্রোএসডি কার্ড যুক্ত করা যায় সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত। এছাড়াও ফোনটিতে আছে এফএম রেডিও যা ৩.৫ মিমি ইয়ারফোনের সাথে চালু করা যায়।

১০: Symphony PD1 4G

বাংলাদেশে Symphony PD1 4G পাওয়া যাচ্ছে সবুজ, কালো রঙের ভেরিয়েন্টে। Symphony PD1 4G ফিচার ফোনটি দাম বাংলাদেশে ৩,০০০ টাকা। সিম্ফনি PD1 4G মডেলের ফোনটির ডিসপ্লে সাইজ ২.৪ ইঞ্চি। রয়েছে ১৭০০ mAh ক্ষমতা সম্পন্ন রিমুভেবল ব্যাটারি। এতে আছে ৪ জিবি র‍্যাম ও ৫১২ এমবি রম। ফোনটির বডি ডাইমেনশন অজানা। এর পেছনে সংযুক্ত ক্যামেরাটি ০.৩ এমপি। অপারেটিং সিস্টেম KaiOS, সিপিইউ MTK 6731 কোয়াড কোর প্রসেসর রয়েছে এতে। ফোনটিতে মাইক্রোএসডি কার্ড যুক্ত করা যায় সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত। ফোনটিতে আছে এফএম রেডিও যা ৩.৫ মিমি ইয়ারফোনের সাথে চালু করা যায়।

Leave a Reply