অনলাইন টুল ব্যবহার করে DOC ফাইল কনভার্ট করার নিয়ম

অনলাইন টুল ব্যবহার করে DOC ফাইল কনভার্ট করার নিয়ম

Information

একটি প্রতিবেদন কিংবা কোনো ডকুমেন্ট যদি ইউনিকোড কি-বোর্ডে লেখা থাকে তবে সেটাকে তিনটি ধাপে অনলাইন টুল ব্যবহার করে DOC ফাইলে কনভার্ট করতে হয়। আর এই ধাপের কাজগুলো আপনি আপনার হাতের স্মার্টফোন দ্বারা সহজেই করে নিতে পারবেন। আর এ কাজে আপনাকে কেনোরূপ অতিরিক্ত কাজ করা লাগবে না।

এই ধাপগুলো হলো যথাক্রমে-
ক. Unicode to Bijoy Converter
খ. Create New Text Note
গ. TXT to DOC (WORD) Converter

সহজে এই কাজ করার উপায়গুলো নিম্নরূপ তুলে ধরা হলো-

১. প্রথমত, আমাদের ইউনিকোড কি-বোর্ডে লেখা প্রতিবেদন বা ডকুমেন্টের সমস্থ টপিককে বিজয় কি-বোর্ডের লেখায় রূপান্তর করতে হবে। এজন্য
Unicode to Bijoy Converter এখানে ক্লিক করুন। এতে আপনি সহজে উক্ত অনলাইনে টুলে যেতে পারবেন।

২. এরপর নির্দেশিত প্রথম বক্সে আপনার লেখা পেস্ট করুন।

অনলাইন টুল ব্যবহার করে DOC

৩. “To Bijoy” বাটনে প্রেস করুন।

অনলাইন টুল ব্যবহার করে DOC Process

৪. বিজয় কনভার্ট হয়ে গেলে নিচের বক্সের সম্পর্ণ টেক্সট কপি করে নিন।

অনলাইন টুল ব্যবহার করে DOC Process

৫. দ্বিতীয়ত, এ ধাপে আমাদের টেক্সট নোট করতে হবে। তাই প্রয়োজন পড়বে আরেকটি অনলাইন টুলের। এজন্য আপনি Edit Pad নামক টুলে যেতে এখানে Online Text Editor লেখাটিতে ক্লিক করুন।

অনলাইন টুল ব্যবহার করে DOC Process

৬. Create New Text Note এ প্রেস করুন।

অনলাইন টুল ব্যবহার করে DOC Process

৭. সাথে সাথে নতুন একটি বক্স দেখতে পাবেন, যা হলদেটে। এখানেই আপনার Bijoy থেকে কপি করা পুরো টেক্সট পেস্ট করে দিন।

অনলাইন টুল ব্যবহার করে DOC Process

৮. পেস্ট করার পর ফাইলটি লোড করতে, নির্দেশিত বক্সে ক্লিক করুন।

অনলাইন টুল ব্যবহার করে DOC Process

৯. আপনার কাঙ্খিত ফাইল ডাউনলোড হয়ে গেলে, পরের পর্যায় অর্থাৎ শেষ ধাপে অতিক্রম করতে হবে।

১০. তৃতীয়ত, আপনার TXT ফাইলটিকে DOC ফাইলে রূপান্তরের জন্য  TXT to DOC (WORD) Converter নামক টুলের সাহায্য নিতে হবে এবং এটিই শেষ ধাপ।

১১. এজন্য আপনার ঐ লোড করা TXT ফাইলটিকে TXT to DOC ফাইলে Converter করতে এখানে ক্লিক করুন

১২. Choose Files এ গিয়ে আপনার ডিভাইসে থাকা লোড করা সেই ফাইল খুঁজে বের করুন এবং ক্লিক করে আপলোড করে দিন।

অনলাইন টুল ব্যবহার করে DOC Process

১৩. পরবর্তী ধাপে যেতে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং ফাইল অটো আপলোড হয়ে গেলে Convert→ এ ক্লিক করুন। ব্যস, আপনার ফাইল কনভার্টিং এর মাধ্যমে কনভার্সন কমপ্লিট! হয়ে যাবে।

অনলাইন টুল ব্যবহার করে DOC Process

১৪. কনভার্ট এ প্রেস করার সাথে সাথে অটো ফাইলটি DOC ফাইলে রূপান্তর প্রক্রিয়া শুরু হবে।

অনলাইন টুল ব্যবহার করে DOC Process

১৪. শেষে উক্ত কাঙ্খিত ফাইল লোড করে ফেলুন।

আর এভাবেই বিনামূল্যে অনলাইন টুল ব্যবহার করার মাধ্যমে কোনো প্রকার ঝামেলা বিহীন আপনার টেক্সটকে DOC ফাইলে Convert করে নিতে পারবেন। ধন্যবাদ।

Leave a Reply