প্রতিদিন আল কোরআনের আরবি ৫০টি শব্দ বাংলা উচ্চারণসহ অর্থ শিখুন।

আল কোরআনের আরবি ৫০টি শব্দ বাংলা উচ্চারণসহ অর্থ

Education

১. মিন = হতে, থেকে।
২. লা = না, নয়।
৩. ফী = মধ্যে।
৪. ইন্না = নিশ্চয়ই।
৫. ইছর = বোঝা, দায়িত্ব।
৬. আছল = শেকড়, মূল।
৭. আছীল = সন্ধ্যা।
৮. ইত্’আম = খাদ্যদান।
৯. আ’আয্’যা = অধিক শক্তিশালী।
১০. আয্ক্কান = চিবুক।

১১. আস্’ফাল = নিম্নতম, নিম্নভূমি।
১২. উস্ওয়াহ = আদর্শ।
১৩. আশাদ্ = দৃঢ়, কঠোর।
১৪. আশ্’ক্কা = হতভাগ্য।
১৫. আছিম = পাপীষ্ঠ।
১৬. আখিয = গ্রহণকারী, ধারণকারী।
১৭. আব্ইয়াদ =  সাদা, উজ্জ্বল।
১৮. উজাজ = বিস্বাদ, লোনা।
১৯. আজদাছ = কবর।
২০. ওয়া’আদা = অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেওয়া।

প্রতিদিন আল কোরআনের আরবি ৫০টি শব্দ বাংলা উচ্চারণসহ অর্থ শিখুন

২১. তাআখ্খারা = দেরি করা, পিছিয়ে পড়া।
২২. আয্’যানা = ঘোষণা দেওয়া।
২৩. আস্’সাসা = ভিত্তি স্থাপন করা।
২৪. আফালা = অস্তমিত হওয়া।
২৫. হাতা = নিয়ে আসা।
২৬. ইহতায্’যা = সতেজ হওয়া, চলা।
২৭. ওয়ারা = লুকানো, গোপন রাখা।
২৮. ওয়াস্ওয়াসা = কুমন্ত্রণা দেওয়া।
২৯. নাফিদা = শেষ হয়ে যাওয়া।
৩০. আন্’ক্কাযা = উদ্ধার করা।

৩১. নাক্কামা = প্রতিশোধ নেওয়া।
৩২. মাদা = চলে যাওয়া।
৩৩. মাকাছা = থেকে যাওয়া, অবস্থান করা।
৩৪. আম্’বাআ = খবর দেওয়া।
৩৫. নাহাতা = খোদাই করে নিমার্ণ করা।
৩৬. আল্’হাক্কা = মিলিত করা।
৩৭. তালাক্কা = শিখে নেওয়া, গ্রহণ করা।
৩৮. ক্বাফ্’ফা = পিছনে পাঠানো।
৩৯. ক্কানুতা = হতাশ হওয়া।
৪০. কাব্বারা = শ্রেষ্ঠত্ব ঘোষণা করা।

৪১. আক্’রমা = সম্মান করা।
৪২. তাক্কাল্লামা = কথা বলা।
৪৩. আমারা = রক্ষণাবেক্ষণ করা।
৪৪. আগ্’শা = ঢেকে রাখা।
৪৫. গাদ্দা = সংযত করা, নিচু করা।
৪৬. ইস্তা’তাবা = খুশি করা।
৪৭. আযামা = সংকল্প করা, চূড়ান্ত হওয়া।
৪৮. শাক্কিয়া = কষ্ট পাওয়া, হতভাগ্য হওয়া।
৪৯. ছব্বা = ঢেলে দেওয়া।
৫০. ছদাফা = মুখ ফিরিয়ে নেওয়া।

Leave a Reply