রাজশাহী বোর্ড ২০২২ এসএসসি জীববিজ্ঞান প্রশ্ন - SSC Biology Question Rajshahi Board 2022 - Jib Biggan Question Rajshahi Board 2022

রাজশাহী বোর্ড ২০২২ এসএসসি জীববিজ্ঞান প্রশ্ন

School Tips

রাজশাহী বোর্ড ২০২২ এসএসসি জীববিজ্ঞান প্রশ্ন – SSC Biology Question Rajshahi Board 2022


১। জীববিজ্ঞানের শিক্ষক শিক্ষার্থীদের জীবের শ্রেণিবিন্যাস পড়াতে গিয়ে অ্যামিবা ও রুইমাছ এর রাজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন।

(ক) দ্বিপদ নাম কী?
(খ) জীবের শ্রেণিবিন্যাস প্রয়োজন কেন?
(গ) উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটির রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
(ঘ) “উদ্দীপকের জীব দুইটি প্রাণী হওয়া সত্ত্বেও ভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত ——যুক্তিসহকারে বিশ্লেষণ কর।

২।

রাজশাহী বোর্ড ২০২২ এসএসসি জীববিজ্ঞান প্রশ্ন - SSC Biology Question Rajshahi Board 2022 - Jib Biggan Question Rajshahi Board 2022

(ক) অক্সিজোম কাকে বলে?
(খ) অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কী বুঝায়?
(গ) চিত্র-B এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
(ঘ) মানবদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধানে চিত্র-A এর গুরুত্ব বিশ্লেষণ কর।

৩।

রাজশাহী বোর্ড ২০২২ এসএসসি জীববিজ্ঞান প্রশ্ন - SSC Biology Question Rajshahi Board 2022 - Jib Biggan Question Rajshahi Board 2022

(ক) ফসফোরাইলেশন কী?
(খ) স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি কেন?
(গ) উদ্দীপকে উল্লিখিত (ii) নং প্রক্রিয়ায় উৎপন্ন ‘E’ এর হিসাব ছকের মাধ্যমে দেখাও।
(ঘ) অস্তিত্ব রক্ষায় সকল জীব (i) নং প্রক্রিয়াটির উপর নির্ভরশীল যুক্তিসহ আলোচনা কর।

৪। তুলির বয়স ৩২ বছর, উচ্চতা ১৬২ সে.মি. এবং ওজন ৯২ কেজি। অপরদিকে, তার ভাই সাজিদের ওজন ৫৫ কেজি এবং উচ্চতা ১২০ সে.মি.। সে ফাস্টফুড জাতীয় খাবার বেশি পছন্দ করে এবং কোনো কাজ করে না। সে প্রায়ই অসুস্থ থাকে। ডাক্তারের নিকট গেলে সুস্থতার জন্য তিনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

(ক) রাফেজ কী?
(খ) খাদ্য পরিপাকে এনজাইম প্রয়োজন কেন?
(গ) তুলির BMR নির্ণয় কর।
(ঘ) সাজিদের BMI নির্ণয়পূর্বক তার সুস্থতার জন্য ডাক্তারের পরামর্শগুলো বিশ্লেষণ কর।

৫।

রাজশাহী বোর্ড ২০২২ এসএসসি জীববিজ্ঞান প্রশ্ন - SSC Biology Question Rajshahi Board 2022 - Jib Biggan Question Rajshahi Board 2022

(ক) অভিস্রবণ কাকে বলে?
খ) ঘরের এক কোণে আতর দিলে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে কেন?
গ) ‘X’ উপাদানটি কীভাবে ‘Y’ অংশে পৌঁছায়? ব্যাখ্যা কর।

ঘ) “‘Z’ প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য উপকারী হলেও কিছুটা ক্ষতিকর”—বিশ্লেষণ কর।

৬। মাহিনের দীর্ঘদিন ধরে পরিমাণ মতো প্রস্রাব হচ্ছে না। তার শরীর আস্তে আস্তে ফুলে যাচ্ছে। এ অবস্থায় ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে জানালেন তার একটি বিশেষ তাঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। ডাক্তার তাকে রক্ত পরিশোধনের পরামর্শ দিলেন। অপরদিকে, তার প্রতিবেশী শাহীন একই রোগে আক্রান্ত হলেও তিনি রক্ত পরিশোধন না করে নিকট আত্মীয়ের অঙ্গ দানের মাধ্যমে সুস্থ জীবনযাপন করছেন।

(ক) নেফ্রন কী?
(খ) অসমোরেগুলেশন বলতে কী বুঝায়?
(গ) মাহিনের ক্ষতিগ্রস্ত অঙ্গের গাঠনিক এককের চিহ্নিত চিত্র আঁক।
(ঘ) সুস্থ জীবনযাপনের জন্য মাহিন কোন ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা উচিত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৭।

রাজশাহী বোর্ড ২০২২ এসএসসি জীববিজ্ঞান প্রশ্ন

রাজশাহী বোর্ড ২০২২ এসএসসি জীববিজ্ঞান প্রশ্ন - SSC Biology Question Rajshahi Board 2022 - Jib Biggan Question Rajshahi Board 2022

(ক) অমরা কী?
(খ) এইডসকে ঘাতক ব্যাধি বলা হয় কেন?
(গ) চিত্রে ‘R’ এর গ্যামেটোফাইট উৎপত্তির বিভিন্ন ধাপসমূহের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
(ঘ) উদ্ভিদের বংশ রক্ষায় ‘P’ ও ‘Q’ এর ভূমিকা বিশ্লেষণ কর।

SSC Biology Question Rajshahi Board 2022

৮।

রাজশাহী বোর্ড ২০২২ এসএসসি জীববিজ্ঞান প্রশ্ন - SSC Biology Question Rajshahi Board 2022 - Jib Biggan Question Rajshahi Board 2022

(ক) লোকাস কী?
(খ) বিবর্তন বলতে কী বুঝায়?
(গ) লিঙ্গ নির্ধারণে চিত্র-B এর ভূমিকা বিশ্লেষণ কর।
(ঘ) উদ্দীপকের চিত্র-A এর গঠন বর্ণনা কর।

Leave a Reply