এসএসসি সিলেট বোর্ড ২০২২ জীববিজ্ঞান (সৃজনশীল) প্রশ্নাবলী | SSC Biology Question 2022 MCQ Sylhet Board

এসএসসি সিলেট বোর্ড ২০২২ জীববিজ্ঞান (সৃজনশীল) প্রশ্নাবলী

School Tips

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের নিকট ২০২২ সালের এসএসসি [২০২২ সালের সিলেবাস অনুযায়ী] অনুষ্ঠিত পরীক্ষার জীববিজ্ঞান (সৃজনশীল) ও বহুনির্বাচনীও প্রশ্নপত্রের ছবি তুলে ধরলাম। আশাকরি, যারা ২০২৩ সালের বিজ্ঞান শাখার এসএসসি পরীক্ষার্থী আছো তাদের প্রস্তুতিতে অনুশীলনের সহায়ক হিসেবে কাজেজে দিবে।


[২০২২ সালের সিলেবাস অনুযায়ী]
জীববিজ্ঞান (সৃজনশীল)
বিষয় কোড : 138

১। মিতু জীববিজ্ঞান বই পড়ে প্যারামেসিয়াম, ইস্ট এবং সিংহ সম্পর্কে জ্ঞানলাভ করলো। এগুলো জীব জগতের অন্তর্ভুক্ত।

(ক) জবা ফুলের বৈজ্ঞানিক নাম কী?

(খ) Penicillium প্ৰকৃতকোষী কেন?

(গ) প্রথম জীবটির রাজ্যগত বৈশিষ্ট্য বর্ণনা কর।

(ঘ) “উদ্দীপকে প্রতিটি জীব শ্রেণিবিন্যাসগতভাবে ভিন্ন”—যুক্তিসহকারে আলোচনা কর।

২।

(গ) চিত্রের ‘A’ এর গঠন বৈশিষ্ট্য বর্ণনা কর।

(ক) জটিল টিস্যু কী?

(খ) সঙ্গীকোষের নিউক্লিয়াসের কার্যাবলি ব্যাখ্যা কর।

(গ) চিত্রের ‘A’ এর গঠন বৈশিষ্ট্য বর্ণনা কর।

(ঘ) উদ্দীপকের B ও C এর মধ্যে তুলনামূলক আলোচনা কর।

৩।

(ক) পাইরুভিক এসিডের রাসায়নিক সংকেত লিখ।

(খ) ক্যালভিন চক্রকে C3, গতিপথ বলা হয় কেন?

(গ) উদ্দীপকের (i) নং বিক্রিয়ার মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত ধাপগুলো বর্ণনা কর।

(ঘ) উদ্দীপকের (i) ও (ii) নং প্রক্রিয়ার তুলনামূলক আলোচনা কর ।

৪। রাতুল এর বয়স ১৮ উচ্চতা ১২৮ সে.মি. ওজন ৭০ কেজি।

(ক) গয়টার কী?

(খ) লাইপেজ কীভাবে চর্বিকে ভাঙতে সাহায্য করে?

(গ) রাতুলের বি,এম,আর নির্ণয় কর।

(ঘ) বি,এম,আই মানদণ্ডে উদ্দীপকের ব্যক্তিটির করণীয় দিক আলোচনা কর।

SSC Biology Question 2022 MCQ Sylhet Board

৫।

(গ) উদ্দীপকের প্রক্রিয়ার প্রকারভেদ বর্ণনা কর।

(ক) অভিস্রবন কী?

(খ) মানব হৃৎপিণ্ডে অক্সিজেনযুক্ত ও অক্সিজেনবিহীন রক্তের মিশ্রণ ঘটে না কেন?

(গ) উদ্দীপকের প্রক্রিয়ার প্রকারভেদ বর্ণনা কর।

(ঘ) উদ্দীপকের প্রক্রিয়াটি ‘প্রয়োজনীয় অমঙ্গল’—যুক্তিসহ বিশ্লেষণ কর।

৬। মানব দেহে এমন একটি অঙ্গ রয়েছে, যার মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য-পদার্থ দেহ থেকে বের হয়ে যায়।

(ক) ডায়ালাইসিস কী?

(খ) মূত্র কীভাবে তৈরি হয়?

(গ) উদ্দীপকের উল্লিখিত অঙ্গটির গঠন বর্ণনা কর।

(ঘ) উদ্দীপকের অঙ্গটি বিকল হলে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়? যুক্তিসহ বিশ্লেষণ কর।

৮।

উদ্ভিদের ক্ষেত্রে ‘B’ সৃষ্টির প্রক্রিয়াটি চিহ্নিত চিত্রের মাধ্যমে বর্ণনা কর।

(ক) ফিটাস কী?

(খ) মানব প্রজননে পিটুইটারী গ্রন্থির গুরুত্ব ব্যাখ্যা কর।

(গ) উদ্ভিদের ক্ষেত্রে ‘B’ সৃষ্টির প্রক্রিয়াটি চিহ্নিত চিত্রের মাধ্যমে বর্ণনা কর।

(ঘ) “উদ্দীপকের প্রক্রিয়াটি জীবজগতের টিকে থাকার নিয়ামক”—বিশ্লেষণ কর।

৮। একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অনেক কর্মীর প্রাণহানী ঘটে। কিন্তু মৃত ব্যক্তিদের শরীর আগুনে ঝলসে যাওয়ার কারণে তাদের পরিচয় শনাক্তকরণের জন্য DNA সংগ্রহ করা হলো।

(ক) লোকাস কী?

(খ) সেক্স লিংকড অসুখ ছেলেদের বেশি হয় কেন?

(গ) উদ্দীপকে মৃত ব্যক্তি শনাক্তকরণের প্রক্রিয়াটি বর্ণনা কর।

(ঘ) উদ্দীপকে সংগৃহীত উপাদানটি বংশগতির রাসায়নিক ভিত্তি—বিশ্লেষণ কর।

এসএসসি সিলেট বোর্ড ২০২২ জীববিজ্ঞান (বহুনির্বাচনী) প্রশ্নাবলী

১।

এসএসসি সিলেট বোর্ড ২০২২ জীববিজ্ঞান (বহুনির্বাচনী) প্রশ্নাবলী

২।

এসএসসি সিলেট বোর্ড ২০২২ জীববিজ্ঞান

ছবি ও প্রশ্নাবলী ফেসবুক থেকে সংগৃহীত।

1 thought on “এসএসসি সিলেট বোর্ড ২০২২ জীববিজ্ঞান (সৃজনশীল) প্রশ্নাবলী

Leave a Reply