এসএসসি ২০২২ সিলেট বোর্ড ব্যবসায় উদ্যোগ (সৃজনশীল) প্রশ্ন | SSC Sylhet Board Business Entrepreneurship Question 2022

এসএসসি ২০২২ সিলেট বোর্ড ব্যবসায় উদ্যোগ (সৃজনশীল) প্রশ্ন

School Tips

এসএসসি ২০২২ সিলেট বোর্ড ব্যবসায় উদ্যোগ (সৃজনশীল) প্রশ্ন | SSC Sylhet Board Business Entrepreneurship Question 2022

[২০২২ সালের সিলেবাস অনুযায়ী]


১. জনাব হাকিম উত্তরাধিকার সূত্রে ১০ লক্ষ টাকার মালিক হন। তার ইচ্ছা এই টাকা বিনিয়োগ করে নিজ শহরের বিসিক শিল্প এলাকায় উন্নতমানের আসবাবপত্র তৈরির একটি কারখানা স্থাপন করবেন। স্থানীয় কাঠ ব্যবহার করে উৎপাদিত আসবাবপত্র সারা দেশে বিক্রয় করে মুনাফা অর্জন করবেন। এর মাধ্যমে কিছু লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও নিজের সচ্ছলতা অর্জনের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চান।

(ক) উৎপাদনের বাহন বলা হয় কাকে?

(খ) উদাহরণসহ প্রত্যক্ষ সেবার ধারণা দাও।

(গ) জনাব হাকিমের ব্যবসায়টি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর।

(ঘ) জনাব হাকিমের উদ্যোগটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে— বিশ্লেষণ কর।

২. আবিদ ও তার তিন বন্ধু মিলে ২০২০ সালের শুরুতে ‘ফোর স্টার’ নামে একটি রেস্টুরেন্ট ব্যবসায় শুরু করেছিলেন। ব্যবসায় শুরু করার কিছুদিন পরেই করোনা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায়। পরে সরকারের অনুমতিক্রমে বিদ্যমান উন্নত তথ্য যোগাযোগ প্রযুক্তি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা ব্যবহার করে অনলাইনে অর্ডার নিয়ে বাসায় বাসায় খাবার সরবরাহ করতে শুরু করেন। এতে দ্রুতই সাড়া মেলে এবং অনলাইন ব্যবসায়ে তারা সাফল্যের দেখা পান। তারা ব্যবসায়টি সম্প্রসারণের জন্য ঋণ নেয়ার চিন্তা ভাবনা করছেন।

(ক) ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করে কোনটি?

(খ) বাণিজ্য কী? ব্যাখ্যা কর।

(গ) ফোর স্টার রেস্টুরেন্ট এর সাফল্যে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা রয়েছে? ব্যাখ্যা কর।

(ঘ) উদ্দীপকের ফোর স্টার রেস্টুরেন্ট এর সম্প্রসারণে ব্যবসায় পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ কর।

৩. বান্দরবানের একজন সফল উদ্যোক্তা ওশীন মং। তিনি পাহাড়ে উৎপাদিত কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ শেষে বড় বড় শহরে বিক্রয়ের জন্য পাঠিয়ে থাকেন। তার কাজুবাদাম বিদেশেও রপ্তানি হয়। এর পাশাপাশি তিনি পাহাড়ের বাঁশ ও বেত ব্যবহার করে আসবাবপত্র তৈরির কারখানা ও মধু প্রক্রিয়াজাতকরণের ব্যবসায় স্থাপন করেও সফল হয়েছেন। বর্তমানে তার অধীনে ১৭ জন কর্মী কাজ করছেন। তিনি জানান বান্দরবানের প্রধান সড়কগুলো পাকা হওয়া, মোবাইল ফোন নেটওয়ার্ক, দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ, সরকারি আনুকল্য, কিছু বেসরকারি সংস্থার সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে।

(ক) ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

(খ) উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।

(গ) ওশীন মংয়ের উদ্যোগের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।

(ঘ) ওশীন মংয়ের ব্যবসায়িক সাফল্যের পেছনে সহায়ক উপাদানগুলোর প্রভাব বিশ্লেষণ কর।

৪. একটি সেমিনার থেকে একজন সরকারি কর্মকর্তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে স্নাতক পাস মুন্সিগঞ্জের হাফিজুর বাবার ১০০ বিঘা জমি নিয়ে একটি আধুনিক কৃষিফার্ম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন কৃষি ফসল ফলানোর আধুনিক পদ্ধতির উপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ফ্রি প্রশিক্ষণ নেন তিনি। স্থানীয় ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিয়ে একটি পাওয়ারটিলারসহ আরো কিছু কৃষি প্রযুক্তি সংগ্রহ করে শুরু করেন আলুসহ অন্যান্য সবজির আবাদ। ২৫ জন কর্মী তার ফার্মে নিয়মিত কাজ করে। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ২০২১ সালে জেলার শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তার সম্মাননা পেয়েছেন।

(ক) আত্মকর্মসংস্থান কী?

(খ) আত্মকর্মসংস্থানের প্রয়োজন কেন?

(গ) হাফিজুরকে উদ্যোক্তা বানাতে সরকারের ভূমিকা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

(ঘ) বেকারত্ব নিরসনে তথা কর্মসংস্থান সৃষ্টিতে হাফিজুরের উদ্যোগের ভূমিকা বিশ্লেষণ কর।

৫. রাশেদ মালয়েশিয়ায় ১০ বছর একটি দোকানে বিক্রয়কর্মী হিসাবে কাজ করে কিছু নগদ অর্থ জমিয়ে দেশে এসে একটি মুদির দোকান স্থাপন করেন। স্বাধীন পেশা ও একক মুনাফা ভোগের সুযোগ থাকায় তিনি আগ্রহের সাথে ব্যবসায় পরিচালনা করছেন।

(ক) সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন কোনটি?

(খ) একমালিকানা ব্যবসায়ে ‘মালিকের দায় অসীম’—কথাটি ব্যাখ্যা কর।

(গ) ব্যবসায়ের ক্ষেত্র হিসাবে রাশেদের ‘মুদির দোকান’ বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা কর ।

(ঘ) বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্ব দূরীকরণে রাশেদের উদ্যোগটির ভূমিকা মূল্যায়ন কর।

৬. আবির, জাবের ও সাবের মিলে মৌখিক চুক্তির ভিত্তিতে একটি বিজ্ঞাপনী ব্যবসায় চালু করে। তারা প্রত্যেকে ৫ লক্ষ টাকা করে মূলধন যোগান দিয়েছে। চুক্তিমতে আবির ও জাবের মিলে ব্যবসায় পরিচালনা করবে। সাবের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না কিন্তু লাভের সমান অংশ পাবে। অন্যদিকে, জাবের ব্যবসায়ের ব্যাংক হিসাব পরিচালনা করার দায়িত্ব পায়। একদিন হঠাৎ আবিরকে কিছু না জানিয়ে নিজেদের মূলধনসহ ব্যবসায়ের আরো অনেক টাকা নিয়ে জাবের ও সাবের বিদেশে চলে যায়।

(ক) অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?

(খ) অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণের অসীম দায় ব্যাখ্যা কর।

(গ) সাবের কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।

(ঘ) চুক্তিগত অধিকার আদায়ে ও ব্যবসায়ের দায় পরিশোধে আবিরের করণীয় বিশ্লেষণ কর।

SSC Sylhet Board Business Entrepreneurship Question

৭. রব্বানী ট্রেডিং কর্পোরেশন আমেরিকার ম্যাকডোনাল্ড ব্র্যান্ডের পণ্য নিজ দেশে বিক্রয়ের জন্য ঢাকার ধানমন্ডিতে একটি বিক্রয়কেন্দ্র স্থাপন করেন। একটি চুক্তির মাধ্যমে দুই পক্ষ একমত হয়ে কাজটি শুরু করেন। রব্বানী ট্রেডিং কর্পোরেশন নিরাপত্তার জন্য বিক্রয়কেন্দ্র বিমা করে রাখেন।

(ক) ট্রেডমার্ক কী?

(খ) কপিরাইট কী? ব্যাখ্যা কর।

(গ) রব্বানী ট্রেডিং কর্পোরেশন ব্যবসায়ের জন্য কোন ধরনের বিমা করেছেন? ব্যাখ্যা কর।

(ঘ) উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি স্থাপনের প্রধান নিয়ামক হচ্ছে চুক্তি —উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।

৮. পার্থ সাহা ‘সাহা ট্রেক্সটাইল’ এর প্রতিষ্ঠাতা। অক্লান্ত পরিশ্রম, সততা, সহনশীলতা আর যোগ্য নেতৃত্বের মাধ্যমে তিনি ব্যবসায়টিকে সাফল্যের শিখরে নিয়ে যান। তিনি সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অধস্তনদের সাথে পরামর্শ করে নেন। তিনি মনে করেন, উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করে।

(ক) আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

(খ) প্রেষণা কী? ব্যাখ্যা কর।

(গ) পার্থ সাহা কোন ধরনের নেতৃত্ব দিয়ে থাকেন? ব্যাখ্যা কর।

(ঘ) “উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করে” উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যক্ত কর।

৯. সালাম সাহেব নরসিংদীর চিনিশপুরে হাঁস-মুরগির খাবার উৎপাদনের জন্য “সালাম পোলট্রি ফিড ইন্ডাস্ট্রি” স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য প্যাকেটজাত করে গুদামে সংরক্ষণ করেন এবং পরে পাইকারদের নিকট বিক্রয় করেন। কাঁচামাল আনয়ন ও পণ্য সরবরাহের জন্য তিনি নিজস্ব মোটর ভ্যান ব্যবহার করেন। ব্যবসায়টি নতুন হওয়ায় তার পণ্য সম্পর্কে ভোক্তাদের ধারণা নেই। ফলে বিক্রয় কম হয়।

(ক) বিপণন কী?

(খ) বিপণন কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করে? ব্যাখ্যা কর।

(গ) উৎপাদিত পণ্য বিপণনে সালাম সাহেব কোন বণ্টন প্রণালীটি ব্যবহার করেছেন?

(ঘ) বিক্রয় বৃদ্ধির জন্য জনাব সালামকে কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে? বর্ণনা কর।

১০. জনাব আলম একজন আমদানিকারক। তিনি চীন থেকে বিশেষ ধরনের নুডুলস আমদানি করেন। তিনি পণ্যগুলোকে রঙিন পলি প্যাকে প্যাকেটজাত করেন। এই নুডুলস রান্না করার পদ্ধতি সম্পর্কে এক মিনিটের একটি বিজ্ঞাপন চিত্র তৈরি করে তা প্রচারের ব্যবস্থা করেন। তার পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে থাকে।

(ক) পর্যায়িতকরণ কাকে বলে?

(খ) বিক্ৰয়িকতা কী? ব্যাখ্যা কর।

(গ) জনাব আলমের বিজ্ঞাপনের সর্বোত্তম মাধ্যমটি কী হতে পারে? ব্যাখ্যা কর।

(ঘ) একমাত্র বিজ্ঞাপনই জনাব আলমের বিক্রয় বৃদ্ধির কারণ” উক্তিটির সত্যতা যাচাই কর।

১১. মেহেরপুরের আবদুল বাতেন ABC গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি একজন সৎ ও দেশপ্রেমিক ব্যবসায় উদ্যোক্তা। তিনি তার ব্যবসায়ের মুনাফার একটি অংশ স্কুল, কলেজ, মসজিদ, শিশুদের জন্য খেলার মাঠ ইত্যাদি নির্মাণে ব্যয় করেন। তিনি তাঁর কারখানার ধোঁয়া ও অন্যান্য বর্জ্য পরিশোধনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকেন, যাতে কোনো ভাবেই তা পরিবেশের ক্ষতির কারণ না হয়। তিনি ২০২০ সালে জেলার শ্রেষ্ঠ করদাতার স্বীকৃতি ও সম্মাননা লাভ করেন।

(ক) আধুনিক ব্যবসায়কে কয় ভাগে ভাগ করা যায়?

(খ) ব্যবসায়ের নৈতিকতা বলতে কী বুঝায়?

(গ) কোন কাজের মাধ্যমে আবদুল বাতেন রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পূরণ করেছেন? ব্যাখ্যা কর।

(ঘ) “আবদুল বাতেন সামাাজিক দায়িত্ব পালন করেছেন”—উক্তিটি মূল্যায়ন কর।

Leave a Reply