এসএসসি সিলেট বোর্ড পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন ২০২২ | SSC Sylhet Board Civics And Citizenships Question 2022

এসএসসি সিলেট বোর্ড পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন ২০২২

School Tips

এসএসসি সিলেট বোর্ড পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন ২০২২ | SSC Sylhet Board Civics And Citizenships Question 2022


১। উদ্দীপক ১: আদিব তার বাবার সাথে আমেরিকার নিউইয়র্কে বসবাস করে। একদিন আদিব তার বাবাকে বলল যে, আয়তনের দিক থেকে নিউইয়র্ক বাংলাদেশের চেয়েও বড়, কিন্তু তাও আমরা নিউইয়র্ককে কেন রাষ্ট্র বলি না? তখন আদিবের বাবা বলল যে, বিষয়টি এত সহজ নয়, শুধু আয়তন বা ভূ-খণ্ড থাকলেই সেটাকে রাষ্ট্র বলা যায় না। রাষ্ট্র গঠনের জন্য আরো কতগুলো উপাদানের প্রয়োজন হয়।

উদ্দীপক ২: ‘ক’ রাষ্ট্র বিভিন্ন অজুহাতে প্রায়ই ‘খ’ রাষ্ট্রের উপর আক্রমণ চালায়। ‘খ’ রাষ্ট্রের জনগণ ‘ক’ রাষ্ট্রের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়। ফলে ‘খ’ রাষ্ট্রের অধিকাংশ অংশ ‘ক’ রাষ্ট্রের দখলে চলে যায়।

(ক) সামাজিক চুক্তি মতবাদের মূলকথা কী?

(খ) সার্বভৌমত্বকে কেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা বলা হয়? ব্যাখ্যা কর।

(গ) আদিব রাষ্ট্র গঠন সম্পর্কে যে উপাদানটির অধিক গুরুত্ব দিয়েছে সেটি ব্যাখ্যা কর।

(ঘ) ‘ক’ রাষ্ট্রের দখলদারী নীতি রাষ্ট্র সৃষ্টির যে মতবাদকে নির্দেশ করে তা কি তুমি গ্রহণযোগ্য বলে মনে কর? যুক্তি দাও।

২।

SSC Sylhet Board Civics And Citizenships Question 1
(ক) শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয়?

(খ) সচিবালয়কে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কেন? ব্যাখ্যা কর।

(গ) ‘C’ চিহ্নিত স্থানটি সরকারের যে বিভাগকে নির্দেশ করছে তার গঠন-কাঠামো ব্যাখ্যা কর।

(ঘ) বাংলাদেশে ‘B’ চিহ্নিত বিভাগ ‘A’ চিহ্নিত বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত– তুমি কি এর সাথে একমত? মতামতের সপক্ষে যুক্তি দাও।

৩। দৃশকল্প ১: রাশেদ বিয়ের পর স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করছে। বিয়ের আগে সে তার বাবা-মা, দাদা-দাদি, চাচা-চাচিসহ সকলের সাথে বসবাস করত। রাশেদের পরিবারে তার দাদা প্রধান হওয়ায় তার কথামতোই অন্যরা চলত। ফলে পরিবারের শৃঙ্খলা বজায় থাকত।

দৃশকল্প ২: সাজিদ সাহেব একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি স্ত্রী-পুত্র নিয়ে ঢাকায় বসবাস করেন। পরিবারের প্রয়োজনীয় টাকা-পয়সা তিনি উপার্জন করেন এবং পরিবারের পিছনে ব্যয় করেন। কিন্তু পর্যাপ্ত সময়ের অভাবে তিনি পরিবারের অন্য কোনো কাজ করতে পারেন না।

(ক) সমাজ কাকে বলে?

(খ) পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা কর।

(গ) পারিবারিক কাঠামোর ভিত্তিতে রাশেদ বিয়ের আগে কোন ধরনের পরিবারের সদস্য ছিল? ব্যাখ্যা কর।

(ঘ) দৃশ্যকল্প-২ এ সাজিদ সাহেবের উল্লিখিত কাজটি পরিবারের একমাত্র কাজ নয়।—তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৪। রাকিব দীর্ঘদিন ধরে ‘ক’ দেশে অবস্থান করে ঐ দেশের নাগরিক মার্থাকে বিয়ে করেন। আবার তিনি ঐ দেশের ভাষা শিখে সে দেশের একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। অন্যদিকে রাকিবের ভাই সাকিব তার পুত্র তাওসিফকে নিয়ে ‘খ’ দেশে গমন করেন। যেখানে তার কন্যা সন্তান মাইশার জন্ম হয়। মাইশা জন্মের সাথে সাথেই সে দেশের সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হয়। কিন্তু স্কুলে ভর্তি, চিকিৎসা ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে তাওসিফ মাইশার মতো সুবিধা পায়নি। বয়স আঠার বছর হলে মাইশা ‘খ’ দেশের ভোটার হলেও তাওসিফ হতে পারে নি।

(ক) কর্তব্য কাকে বলে?

(খ) সুনাগরিক হওয়ার জন্য বুদ্ধির প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।

(গ) রাকিবের ঘটনাটি নাগরিকতা অর্জনের কোন পদ্ধতির সাথে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর।

(ঘ) “মাইশা ও তাওসিফের প্রেক্ষাপট নাগরিকতা অর্জনের একাধিক পদ্ধতির সাথে সম্পর্কিত”—বিশ্লেষণ কর।

SSC Sylhet Board Civics And Citizenships Question 2022

৫। দৃশ্যকল্প ১: জনাব আহমেদ ‘নব জাগরণ’ সংঘের প্রধান। তিনি ও তার সংগঠনের অন্যান্য সদস্যরা ভোটে নির্বাচিত। তার কাজের সুবিধার জন্য তিনি কয়েকজনকে তার সহকর্মী হিসেবে নিয়োগ দেন। সংগঠনের আইন অনুযায়ী তিনি পদত্যাগ করলে সংঘের সবাই পদত্যাগ করতে বাধ্য হবেন।

দৃশ্যকল্প ২: আবু তালেব দেশের একটি অধঃস্তন আদালতে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হলে তিনি উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করেন। উচ্চ আদালত তাকে সাজা হতে অব্যাহতি দেয়।

(ক) উপজেলার প্রধান প্রশাসক কে?

(খ) জাতীয় সংসদ রাষ্ট্রের তহবিল রক্ষাকারী—ব্যাখ্যা কর।

(গ) জনাব আহমদের সাথে বাংলাদেশের সরকারের শাসনবিভাগের কোন পদের মিল রয়েছে? ব্যাখ্যা কর।

(ঘ) দৃশ্যকল্প-২ এ উল্লিখিত শেষোক্ত আদালত হচ্ছে ন্যায়বিচার প্রতিষ্ঠার শেষ আশ্রয়স্থল বিশ্লেষণ কর।

৬। দৃশ্য ১: জনগণের ভোটে নির্বাচিত ‘X’ ব্যক্তি ‘ক’ রাষ্ট্রের প্রকৃত শাসক। তিনি আইনসভার সদস্য নন। তার সরকার ব্যবস্থায় দলের চাইতে জাতীয় স্বার্থ বেশি গুরুত্ব পায়।

দৃশ্য ২: জনাব হুমায়ুন কবীর একটি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তিনি প্রশাসনের একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি। জেলার সার্বিক উন্নতি, অগ্রগতি সংক্রান্ত কাজ তার নির্দেশে পরিচালিত হয়।

(ক) কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে?

(খ) একনায়কতন্ত্রকে স্বৈরাচারী শাসনব্যবস্থা বলা হয় কেন?

(গ) দৃশ্য-১ এর ‘ক’ রাষ্ট্রের সরকার ব্যবস্থা কোন ধরনের ? ব্যাখ্যা কর।

(ঘ) “জনাব হুমায়ুন কবীর স্থানীয় প্রশাসনের উন্নয়নের রূপকার” দৃশ্য-২ এর আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

৭।

SSC Sylhet Board Civics And Citizenships Question 2

(ক) এককেন্দ্রিক সরকার কাকে বলে?

(খ) গণতন্ত্রকে কেন দায়িত্বশীল শাসক ব্যবস্থা বলা হয়?

(গ) তথ্য-১ এ কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

(ঘ) তথ্য-২ যে ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে ইঙ্গিত করে তা অধিক জনপ্রিয়— বিশ্লেষণ পূর্বক মতামত দাও ।

৮। দৃশ্য ১: জনাব ‘X’ ‘ক’ অঞ্চলের নেতা। ‘ক’ অঞ্চল দীর্ঘদিন যাবত ‘খ’ অঞ্চল কর্তৃক শোষিত হয়ে আসছে। জনাব ‘X’ ‘ক’ অঞ্চলের জনগণের মুক্তির জন্য কয়েকটি দফা সংবলিত দাবি উত্থাপন করেন যা ‘ক’ অঞ্চলের জনগণ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে ।

দৃশ্য ২: সবুজ একটি কারখানায় চাকরি করতেন। মুক্তিযুদ্ধের সময় তার কারখানার অনেকের সাথে তিনিও একটি বাহিনীর অধীনে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকালে গুলির আঘাতে তিনি একটি পা হারান।

(ক) শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

(খ) দ্বিজাতি তত্ত্ব কী? ব্যাখ্যা কর।

(গ) জনাব ‘X’ এর দাবিটি তোমার পাঠ্যবইয়ের কোন দাবির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

(ঘ) সবুজ এবং তার সঙ্গীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান মূল্যায়ন কর।

৯। ‘স্বপ্ন’ নামক সামাজিক সংগঠনটি কতগুলো সামাজিক রীতিনীতির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। সংগঠনের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তারা প্রচলিত নিয়ম অনুযায়ী আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে। অন্যদিকে সুস্পষ্টভাবে লিখিত কিছু নিয়ম-কানুন মেনে ‘বন্ধন’ নামক সংগঠনটি পরিচালিত হয়। সংকটকালীন অবস্থার সৃষ্টি হলে লিখিত নিয়মকানুন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে মাঝে মাঝে লিখিত নিয়ম-কানুনের ব্যাখ্যা নিয়ে সমস্যা দেখা দেয়।

(ক) এরিস্টটল প্রদত্ত সংবিধানের সংজ্ঞাটি কী?

(খ) সংবিধানকে কেন রাষ্ট্র পরিচালনার মূল দলিল বলা হয়?

(গ) ‘স্বপ্ন’ নামক সামাজিক সংগঠটির পরিচালনার নিয়মাবলির সাথে কোন ধরনের সংবিধানের বৈশিষ্ট্যের মিল রয়েছে? ব্যাখ্যা কর।

(ঘ) ‘বন্ধন’ সংগঠনটি পরিচালনার নিয়মাবলির মধ্যে তুমি কি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যের উপস্থিতি আছে বলে মনে কর? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

১০। দৃশ্যকল্প ১: বাংলাদেশ ‘ক’ নামক একটি আন্তর্জাতিক সংগঠনের সদস্য। সংগঠনটি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ও সম্প্রসারণে সহযোগিতা করে।

দৃশ্যকল্প ২: ২০১৯ সালের ১৭ই জুলাই জাতিসংঘের একটি আদালত ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কূলভূষণ যাদবের ফাঁসির রায় যা পাকিস্তান আদালত কর্তৃক ঘোষণা করা হয়েছিল, তা খারিজ করে দেয়।

(ক) জাতিসংঘের প্রশাসনিক বিভাগ কোনটি?

(খ) জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান খুব গৌরবের—ব্যাখ্যা কর।

(গ) দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ‘ক’ সংগঠন বলতে কোন সংগঠনকে বুঝানো হয়েছে? ব্যাখ্যা কর।

(ঘ) আন্তর্জাতিক বিরোধ মিমাংসা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃশ্যকল্প-২ এ উল্লিখিত প্রতিষ্ঠানটির ভূমিকা অসামান্য বিশ্লেষণ কর।

১১। উদ্দীপক ১: সেলিম সাহেব সোনাপুর ইউনিয়নের একজন জনপ্রিয় ব্যক্তি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন।

উদ্দীপক ২: সেন্টু সাহেব একজন প্রতিষ্ঠিত চাল ব্যবসায়ী। প্রচলিত দামেই তিনি বাজারে চাল বিক্রি করেন। কিন্তু কারোনার কারণে সকলের আর্থিক দূরবস্থার কথা চিন্তা করে কেনা দামেই চাল বিক্রি করেন। পরবর্তীতে অন্যরাও তাকে অনুসরণ করে।

(ক) নাগরিকতা কাকে বলে?

খ) দ্বৈত নাগরিকতা কী? ব্যাখ্যা কর।

(গ) উদ্দীপক-১ এ উল্লিখিত সেলিম সাহেবের ঘটনাটি নাগরিকের কোন অধিকারকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

(ঘ) উদ্দীপক-২ এ সেন্টু সাহেবকে সুনাগরিকের কোন গুণটি প্রভাবিত করেছে? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

Leave a Reply